ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সব বয়সীদের জন্য মাইম আর্টের কর্মশালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
সব বয়সীদের জন্য মাইম আর্টের কর্মশালা

মাইম আর্ট ৮ বছর ধরে নিয়মিত কর্মশালার আয়োজন করছে। সেই ধারাবাহিকতায় আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এর নতুন আবর্তের কর্মশালা।

তিন মাসব্যাপী এ আয়োজনে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মহড়াকক্ষে।

এতে প্রশিক্ষণ দেবেন সাংবাদিক ও মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। তিনি জানান, এবারের কর্মশালাটিতে শিশু-কিশোর ও বাদ্যযন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনপত্র পাওয়া যাবে- কফি হাউজ, চিলেকোঠা, হ্যাসেল (বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা) ও থিয়েটার কর্ণার (বেইলি রোড, ঢাকা), বালুচর (আজিজ সুপার মার্কেট, তৃতীয় তলা, ৮১নং দোকান। মোবাইল নম্বর ০১৯১২৯৯৬৮৯০।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।