ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মোরগ লড়াই নয়, মোরগ বাছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মোরগ লড়াই নয়, মোরগ বাছাই

একটি ফাইটার লাল মোরগ। এটিই গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে ছবিতে।

ছবির নাম ‘লাল মোরগের ঝুঁটি’। মেধাবী নির্মাতা নূরুল আলম আতিক ‘ডুবসাঁতার’-এর পর দীর্ঘ বিরতি দিয়ে এ ছবির ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে শুরু হয়ে গেছে পূর্ব-প্রস্তুতি। অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের প্রক্রিয়া চলছে। আর চলছে একটি ফাইটার লাল মোরগের খোঁজ। ক’দিন আগে নির্মাতার অফিসে নেয়া হলো মোরগের স্ক্রিন টেস্ট! মানে উপযুক্ত মোরগ বাছাই প্রক্রিয়া।

আতিক জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকে পুরোপুরি মাঠে নেমে পড়বে ‘লাল মোরগের ঝুঁটি’। শুরু হবে দৃশ্যধারণ। গাইবান্ধা, সৈয়দপুর, ঢাকাসহ বিভিন্ন জায়গায় ক্যামেরা ছুটবে।

ছবিটিতে কারা অভিনয় করবেন, সেটি এখনও ঠিকঠাক করে উঠতে পারেননি পরিচালক। খোঁজখবর চলছে। অডিশন চলছে। গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে মানানসই অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের প্রক্রিয়া এগুচ্ছে দ্রুতগতিতে। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটির গল্প নাসির উদ্দিন ইউসুফের।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।