ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গারোদের ধর্মীয় উৎসব ঢাকায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
গারোদের ধর্মীয় উৎসব ঢাকায়

গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব হলো ওয়ানগালা। এটি গারোদের অতি পুরনো উৎসব।

বর্ষার পরে এবং শীতের আগে এই আয়োজন উদযাপন করে থাকেন তারা। ঢাকা শহরে গারোরা ২০০৯ সাল থেকে ওয়ানগালা পালন করে আসছে। এ বছর আগামী ১৩ নভেম্বর হতে যাচ্ছে উৎসবটি।

বনানী মডেল হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ-গানে তুলে ধরা হবে গারোদের ইতিহাস ও ঐতিহ্য। উৎসব চলবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখানে সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও থাকবেন।

খাদ্য শস্যের বীজ দানকারী দেবতা মিসি সালজংয়ের সম্মানার্থে গারো জনগোষ্ঠী ওয়ানগালা উৎসব পালন করে। পাহাড়ি জনপদে এ উৎসব তিন দিন হলেও ঢাকায় হবে একদিন।

বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।