বড়দের উপযোগী ছবির জগত থেকে বলিউডে এসে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন, আইটেম গানেও নেচেছেন। তবে সিঙ্গেল গানে নাচার খায়েশ ছিলো সানি লিওনের।

চরিত্র নানান রকম। তাই আট থেকে দশটি পোশাক পাল্টাবে সানি। তার স্টাইলিস্ট সম্প্রতি লন্ডনে গিয়ে তার জন্য জামাকাপড় কিনে এনেছেন। তাকে যথাসম্ভব ঝলমলে আবহে উপস্থাপন করা হচ্ছে এতে।
গত ৮ নভেম্বর ভিডিওর দৃশ্যধারণ শুরু হয়েছে। তিন দিনের এই কাজ শেষ হবে মঙ্গলবার (১০ নভেম্বর)। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। তিনিই গানটির সংগীত পরিচালক। এর আগে ‘রাগিনি এমএমএস টু’ ছবির জন্য তার গাওয়া ‘বেবি ডল’ গানে নেচেছিলেন সানি।
নতুন গানের মাধ্যমে ‘এক পাহেলি লীলা’র পর আবার নৃত্য পরিচালক আহমেদ খানের সঙ্গে কাজ করছেন সানি। এটি প্রযোজনা করছেন টি-সিরিজের স্বত্ত্বাধিকারী ভুষাণ কুমার।
বাংলাদেশ সময় : ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জেএইচ