ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

বাবা হচ্ছেন ফুয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, নভেম্বর ১০, ২০১৫
বাবা হচ্ছেন ফুয়াদ ফুয়াদ ও মায়া

চার বছর আগে বিয়ের বন্ধনে জড়ান সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। আমেরিকা প্রবাসী মায়াকে নিয়ে তার সুখের সংসার।

অচিরেই তাদের ঘরে আসছে নতুন অতিথি। এটাই হবে তাদের প্রথম সন্তান।

ফেসবুকে ফুয়াদের সন্তানসম্ভবা স্ত্রী মায়া নিজের আইডি থেকে কিছুদিন আগে একটি ছবি আপলোড করেন। সোমবার (৯ নভেম্বর) ফুয়াদ মায়ার সেই ছবিটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন ‘কিছু ভালোবাসা/দোয়া ও শুভকামনা রাখুন আমাদের জন্য। ’

শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন ফুয়াদের এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে। মায়ার বরাতে জানা যায়, তারা কন্যাসন্তানের মুখ দেখতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।