ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

শুধুই রুনার গান গাইবেন মুন্নী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, নভেম্বর ১৬, ২০১৫
শুধুই রুনার গান গাইবেন মুন্নী (বাঁ থেকে) রুনা লায়লা ও দিনাত জাহান মুন্নী

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন আগামীকাল ১৭ নভেম্বর। এ উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে চ্যানেল আইয়ের প্রতিদিনের আয়োজন ‘গানে গানে সকাল শুরু’-এর এবারের পর্ব।

এতে শুধুই তার গান গেয়ে শোনাবেন দিনাত জাহান মুন্নী।

অনুষ্ঠানটি শুরু হবে মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে। চলবে সকাল ৯টা পর্যন্ত। এই সময়ে রুনার কালজয়ী কিছু গান গাইবেন মুন্নী। তিনি বাংলানিউজকে বললেন, ‘রুনা আপা আমাদের আদর্শ। তার গান শুনে অনেকের মতো আমিও বেড়ে উঠেছি। এমন গুণী শিল্পীর জন্মদিনে তারই গান গাওয়ার সুযোগ পাওয়াটা আনন্দের হিসেবেই দেখছি। গানে গানেই তাকে শুভেচ্ছা জানাবো, শুদ্ধা জানাবো। ’

রুনা এখন লন্ডনে। সেখানে একমাত্র কন্যাসন্তান তানি লায়লা ও দুই নাতির সঙ্গে এবারের জন্মদিন উদযাপন করবেন তিনি। আগামী ১২ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।