ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

পর্দায় অপূর্ব-মম, আবহে তাহসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, জানুয়ারি ৭, ২০১৬
পর্দায় অপূর্ব-মম, আবহে তাহসান অপূর্ব, মম ও তাহসান

অপূর্ব যাকে ভালোবাসতেন একসময়, অনেক আগেই তার বিয়ে হয়ে গেছে বলে খবর। তারপর বহু বিরহের কাল গেছে।

বুড়িগঙ্গায় জল গড়িয়ে গেছে অনেকখানি। হঠাৎ একদিন সেই মেয়েটি অপূর্বর সামনে আবিস্কৃত হয় সাদা শাড়ি পরা অবস্থায়! যে নাটকের গল্প বলা হচ্ছে, সেটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান। ফলে বিরহ তো আছেই, রোমান্টিকতাও। বাড়তি পাওনা হচ্ছে, রোমান্টিক অপূর্ব-মমকে যখন দেখা যাবে পর্দায়, তাদের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে থাকবেন তাহসান। সুর যার প্রেমজাগানিয়া!

ঘটনা হচ্ছে, তাহসান নাটকটির শিরোনামসংগীত গেয়েছেন। নির্মাতা অবশ্য এটাকে শিরোনামসংগীত বলতে রাজি নন, বলছেন ‘থিম সং’। ৪ জানুয়ারি ‘যাচ্ছো হারিয়ে’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সংগীতায়োজন সাজিদ সরকারের, লিখেছেন আদর।

নাটকের নাম ‘প্রেম তুমি’। গত মাসে অপূর্ব যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়ার কয়েকদিন আগে শেষ হয়েছে দৃশ্যধারণ। আদনান ফারুক হিল্লোলও রয়েছেন গল্পে। ‘প্রেম তুমি’ কোন চ্যানেলে প্রচার হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্মাতা আরিয়ান জানিয়ে দিলেন, ভালোবাসা দিবসেই দেখা যাবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।