ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছয় দিনে পড়শিকে দেখা দেড় লাখ বার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ছয় দিনে পড়শিকে দেখা দেড় লাখ বার!

চারদিনে এক লাখ। পাঁচদিনে বাড়লো আরও বিশ হাজার।

ছয়দিনে পড়লো যখন, দর্শক সংখ্যা ছাড়ালো দেড় লাখের গন্ডি। শুরু থেকেই ব্যাপারটি নিয়ে বেশ ভয়ে ভয়ে ছিলেন পড়শি। প্রথমবার রবীন্দ্রসংগীত!

কীভাবে নেবে শ্রোতারা! তবে গত ৫ জানুয়ারি রাতে তার গাওয়া ‘আমার পরান যাহা চায়’-এর ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর আশংকা-ভয় উড়ে গেলো। হুমড়ি খেয়ে পড়লো দর্শক-শ্রোতা। ইউটিউবে দর্শকদের মন্তব্য আর দেখার সংখ্যা-ই বলে দিচ্ছে, রাবীন্দ্রিক পড়শিকে দর্শক কতোখানি পছন্দ করেছেন! ‘আমার পরান যাহা চায়’-এর এ দর্শকপ্রিয়তায় ভীষণ আপ্লুত পড়শি।

গানটির ভিডিওতে মডেলও হয়েছেন পড়শি। শাড়িতে, হালকা গহনায়, কব্জি অব্দি ব্লাউজে, কপালের টিপে সে পড়শি একেবারেই রাবীন্দ্রিক। সেজন্য তাকে প্রস্তুতিও নিতে হয়েছে যথেষ্ট। দৃশ্যধারণে অংশ নেওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রগুলো দেখেছেন খুঁটিয়ে খুঁটিয়ে। বোঝার চেষ্টা করেছেন রবীন্দ্র-নায়িকাদের চলাফেরা, অভিব্যক্তি, সাজগোজ কেমন হয়!

* পড়শির কণ্ঠে ‘আমার পরান যাহা চায়’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।