ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা

এক ডজন মনোনয়ন পেলো ‘দ্য রেভেন্যান্ট’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এক ডজন মনোনয়ন পেলো ‘দ্য রেভেন্যান্ট’

এক ডজন মনোনয়ন নিয়ে ৮৮তম অস্কারজয়ের দৌড়ে এগিয়ে গেলো আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু পরিচালিত ও লিওনার্ডো ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য রেভেন্যান্ট’। বেশিরভাগ বিভাগেই এটি হাসতে পারে শেষ হাসি।

দ্বিতীয় সর্বাধিক ১০টি বিভাগে মনোনীত হয়েছে অ্যাকশন ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৮৮তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো ১৪ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ৪০০ সাংবাদিকের উপস্থিতিতে এ তালিকা ঘোষণা করেন অস্কারজয়ী নির্মাতা অ্যাঙ লি, অস্কার মনোনীত বিখ্যাত পরিচালক গুইলারমো দেল তোরো, এমি পুরস্কারজয়ী অভিনেতা জন ক্র্যাসিনস্কি ও অ্যাকাডেমি সভাপতি শেরিল বুন ইসাকস।

শুরুতে অস্কারজয়ী লি ও অস্কার মনোনীত দেল তোরো ঘোষণা করেন অ্যানিমেটেড ছবি, চিত্রগ্রহণ, পোশাক পরিকল্পনা, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক গান, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শব্দ সম্পাদনা ও শব্দমিশ্রণ বিভাগের মনোনয়ন তালিকা।

এরপর ক্র্যাসিনস্কি ও বুন ইসাকস ঘোষণা করেন অভিনেতা, অভিনেত্রী, পার্শ্ব-অভিনেতা, পার্শ্ব-অভিনেত্রী, পরিচালক, চলচ্চিত্র সম্পাদনা, বিদেশি ভাষার ছবি, মৌলিক সুর, সেরা ছবি, শিল্প নির্দেশনা, ভিজ্যুয়াল ইফেক্টস, অ্যাডাপ্টেড চিত্রনাট্য ও মৌলিক চিত্রনাট্য বিভাগের মনোনয়ন।

এবারের অস্কারে সেরা ছবির লড়াই হবে মোট ৮টি ছবির মধ্যে। এগুলো হলো ‘দ্য বিগ শর্ট’, ‘ব্রিজ অব স্পাইস’, ‘ব্রুকলিন’, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’, ‘দ্য মার্শিয়ান’, ‘দ্য রেভেন্যান্ট’, ‘রুম’ এবং ‘স্পটলাইট’।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ব্রায়ান ক্র্যানস্টন (ট্রাম্বো), ম্যাট ডেমন (দ্য মার্শিয়ান), লিওনার্ডো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট), মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস) ও এডি রেডমেইন (দ্য ড্যানিশ গার্ল)।

আর সেরা অভিনেত্রীর খেতাব জয়ের লড়াইয়ে আছেন কেট ব্ল্যানচেট (ক্যারল), ব্রি লারসন (রুম), জেনিফার লরেন্স (জয়), চার্লোট র‌্যাম্পলিং (ফোর্টি ফাইভ ইয়ারস) ও সাওয়ার্স রোনান (ব্রুকলিন)।

সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে মনোনয়ন পেয়েছেন আলেহান্ড্রো গঞ্জালেস ইনারিতু (দ্য রেভেন্যান্ট), লেনি আব্রাহামসন (রুম), টম ম্যাককার্থি (স্পটলাইট), অ্যাডাম ম্যাককে (দ্য বিগ শর্ট) ও জর্জ মিলার (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড)।

সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন ক্রিশ্চিয়ান বেল (দ্য বিগ শর্ট), টম হার্ডি (দ্য রেভেন্যান্ট), মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস), মার্ক রাফালো (স্পটলাইট) ও সিলভেস্টার স্ট্যালোন (ক্রিড)।

সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন কেট উইন্সলেট (স্টিভ জবস), জেনিফার জেসন লেই (দ্য হেটফুল এইট), রুনি মারা (ক্যারল), র‌্যাচেল ম্যাকঅ্যাডামস (স্পটলাইট) ও অ্যালিসিয়া ভিক্যান্ডার (দ্য ড্যানিশ গার্ল)।

সেরা চিত্রনাট্য (মৌলিক) বিভাগে মনোনীত হয়েছে ‘ব্রিজ অব স্পাইস’, ‘এক্স মেশিনা’, ‘ইনসাইড আউট’, ‘স্পটলাইট’, ‘স্ট্রেইট আউটা কম্পটন’। আর সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য বিগ শর্ট’, ‘ব্রুকলিন’, ‘ক্যারল’, ‘দ্য মার্শিয়ান’, ‘রুম’।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ডেনমার্কের ‘অ্যা ওয়ার’, কলম্বিয়ার ‘এমব্রেস অব দ্য সার্পেন্ট’, ফ্রান্সের ‘মাস্ট্যাং’, হাঙ্গেরির ‘সান অব সাউল’ ও জর্ডানের ‘থিব’।

সেরা অ্যানিমেটেড ছবির জন্য লড়াই করবে ‘অ্যানোম্যালিসা’, ‘বয় অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’, ‘ইনসাইড আউট’, ‘শাউন দ্য শিপ মুভি’, ‘হোয়েন ম্যারনি ওয়াজ দেয়ার’। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি হিসেবে মনোনীত হয়েছে ‘বিয়ার স্টোরি’, ‘উই কান্ট লিভ উইদাউট কসমস’, ‘প্রলোগ’, “সঞ্জয়’স সুপার টিম” ও ‘ওয়ার্ল্ড অব টুমরো’।

সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছে ‘অ্যামি’, ‘কারটেল ল্যান্ড’, ‘দ্য লুক অব সাইলেন্স’, ‘হোয়াট হ্যাপেন্ড, মিস সিমোন?’ ও ‘উইন্টার অন ফায়ার: ইউক্রেন’স ফাইট ফর ফ্রিডম’। সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘বডি টিম টুয়েলভ’, ‘চাউ, বিয়ন্ড দ্য লাইন্স’, ‘ক্লদ ল্যাঞ্জম্যান: স্পেক্টরস অব দ্য শোয়াহ’, ‘অ্যা গার্ল ইন দ্য রিভার:  দ্য প্রাইস অব ফরগিভনেস’, ‘লাস্ট ডে অব ফ্রিডম’।

সেরা মৌলিক সুর বিভাগে মনোনয়ন পেলেন থমাস নিউম্যান (ব্রিজ অব স্পাইস), কার্টার বারওয়েল (ক্যারল), জোহান জোহানসন (সিকারিও), জন উইলিয়ামস (স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স) ও এনিও মরিকোন (দ্য হেটফুল এইট)।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এখানেই জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। এটি উপস্থাপনা করবেন কমেডিয়ান ক্রিস রক। এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।

৮৮তম অস্কারের পুরো মনোনয়ন তালিকা
ছবি : দ্য বিগ শর্ট, ব্রিজ অব স্পাইস, ব্রুকলিন, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য মার্শিয়ান, দ্য রেভেন্যান্ট, রুম এবং স্পটলাইট।
অভিনেত্রী : কেট ব্ল্যানচেট (ক্যারল), ব্রি লারসন (রুম), জেনিফার লরেন্স (জয়), চার্লোট র‌্যাম্পলিং (ফোর্টি ফাইভ ইয়ারস), সাওয়ার্স রোনান (ব্রুকলিন)।
অভিনেতা : ব্রায়ান ক্র্যানস্টন (ট্রাম্বো), ম্যাট ডেমন (দ্য মার্শিয়ান), লিওনার্ডো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট), মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস), এডি রেডমেইন (দ্য ড্যানিশ গার্ল)।
পার্শ্ব-অভিনেত্রী : কেট উইন্সলেট (স্টিভ জবস), জেনিফার জেসন লেই (দ্য হেটফুল এইট), রুনি মারা (ক্যারল), র‌্যাচেল ম্যাকঅ্যাডামস (স্পটলাইট), অ্যালিসিয়া ভিক্যান্ডার (দ্য ড্যানিশ গার্ল)।
পার্শ্ব-অভিনেতা : ক্রিশ্চিয়ান বেল (দ্য বিগ শর্ট), টম হার্ডি (দ্য রেভেন্যান্ট), মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস), মার্ক রাফালো (স্পটলাইট), সিলভেস্টার স্ট্যালোন (ক্রিড)।
চলচ্চিত্র নির্মাতা :  আলেহান্ড্রো গঞ্জালেস ইনারিতু (দ্য রেভেন্যান্ট), লেনি আব্রাহামসন (রুম), টম ম্যাককার্থি (স্পটলাইট), অ্যাডাম ম্যাককে (দ্য বিগ শর্ট), জর্জ মিলার (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড)।
চিত্রনাট্য (মৌলিক) : ব্রিজ অব স্পাইস, এক্স মেশিনা, ইনসাইড আউট, স্পটলাইট, স্ট্রেইট আউটা কম্পটন
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) : দ্য বিগ শর্ট, ব্রুকলিন, ক্যারল, দ্য মার্শিয়ান, রুম।
বিদেশি ভাষার চলচ্চিত্র :  অ্যা ওয়ার (ডেনমার্ক), এমব্রেস অব দ্য সার্পেন্ট (কলম্বিয়া), মাস্ট্যাং (ফ্রান্স), সান অব সাউল (হাঙ্গেরি), থিব (জর্ডান)।
অ্যানিমেটেড ছবি : অ্যানোম্যালিসা, বয় অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইনসাইড আউট, শাউন দ্য শিপ মুভি, হোয়েন ম্যারনি ওয়াজ দেয়ার
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি : বিয়ার স্টোরি, উই কান্ট লিভ উইদাউট কসমস, প্রলোগ, সঞ্জয়’স সুপার টিম, ওয়ার্ল্ড অব টুমরো।
প্রামাণ্যচিত্র : অ্যামি, কারটেল ল্যান্ড, দ্য লুক অব সাইলেন্স, হোয়াট হ্যাপেন্ড মিস সিমোন?, ‘উইন্টার অন ফায়ার: ইউক্রেন’স ফাইট ফর ফ্রিডম’।
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : বডি টিম টুয়েলভ, চাউ বিয়ন্ড দ্য লাইন্স, ক্লদ ল্যাঞ্জম্যান: স্পেক্টরস অব দ্য শোয়াহ, অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস, লাস্ট ডে অব ফ্রিডম।
চিত্রগ্রহণ : ক্যারল, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, সিকারিও, দ্য হেটফুল এইট, দ্য রেভেন্যান্ট
রূপ ও চুলসজ্জা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য ওয়ান হান্ড্রেড ইয়ার ওল্ড মেন হু ক্লাইম্বড আউট দ্য উইনডো অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, দ্য রেভেন্যান্ট।
মৌলিক সুর : ব্রিজ অব স্পাইস, ক্যারল, সিকারিও, স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স, দ্য হেটফুল এইট।
মৌলিক গান : ‘আর্নড ইট’ (ফিফটি শেডস অব গ্রে), ‘মান্টা রে’ (রেসিং এক্সটিংশন), ‘সিম্পল সং#থ্রি’ (ইয়ুথ), ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ (দ্য হান্টিং গ্রাউন্ড’, রাইটিং’স অন দ্য ওয়াল (স্পেক্টর)।  
সম্পাদনা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য বিগ শর্ট, স্পটলাইট, দ্য রেভেন্যান্ট, স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স।
শিল্প নির্দেশনা : ব্রিজ অব স্পাইস, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য মার্শিয়ান, দ্য রেভেন্যান্ট, দ্য ড্যানিশ গার্ল।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : এভরিথিং উইল বি ওকে, অ্যাভ মারিয়া, ডে ওয়ান, শক, স্টাটারার
শব্দ সম্পাদনা : ব্রিজ অব স্পাইস, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য মার্শিয়ান, দ্য রেভেন্যান্ট, স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স।
শব্দমিশ্রণ : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য মার্শিয়ান, দ্য রেভেন্যান্ট, সিকারিও, স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স।
ভিজ্যুয়াল ইফেক্টস : এক্স মেশিনা, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য মার্শিয়ান, দ্য রেভেন্যান্ট, স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স।
পোশাক পরিকল্পনা : ক্যারল, দ্য সিন্ডেরেলা, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য ড্যানিশ গার্ল, দ্য রেভেন্যান্ট।

** অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা

বাংলাদেশ সময় : ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।