ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩৯ বছর পর অস্কার রিংয়ে স্ট্যালোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
৩৯ বছর পর অস্কার রিংয়ে স্ট্যালোন সিলভেস্টার স্ট্যালোন

৪০ বছর আগে রকি বালবোয়া চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন হলিউডের অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। ১৯৭৭ সালে এর জন্য সেরা অভিনেতা ও মৌলিক চিত্রনাট্যকার বিভাগে অস্কার মনোনয়ন পান তিনি।

‘রকি’ ওইবার সেরা ছবি হিসেবে অস্কার জেতে।

চার দশক পর একই চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অস্কারে মনোনয়ন পেলেন স্ট্যালোন। ‘ক্রিড’ ছবির সুবাদে তার নামের পাশে বসেছে এই সম্মান। এটি হলো ‘রকি’র সিক্যুয়েল। এতে সপ্তমবারের মতো রকি চরিত্রে অভিনয় করেন তিনি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

অস্কারে ফের মনোনয়ন পেয়ে অভিভূত ‘র‌্যাম্বো’ তারকা স্ট্যালোন। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এই সম্মান পেয়ে আমি অবিশ্বাস্যরকম অভিভূত। কারণ এটা আমি প্রত্যাশা করিনি। বিশেষ করে জীবনের এই পর্যায়ে এসে এমন সম্মান পাওয়ার প্রস্তুতি ছিলো না আমার। শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ যাদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। ’

স্ট্যালোনের মতোই একমাত্র ৩৯ বছরের বিরতি দিয়ে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন হেলেন হেইস। ১৯৩১ সালে ‘দ্য সিন অব ম্যাডেলন ক্লদেত’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন। ১৯৭০ সালে ‘এয়ারপোর্ট’ ছবির জন্য পার্শ্ব-অভিনেত্রীর অস্কার এসেছে তার ঘরে।

একই চরিত্রে ভিন্ন ভিন্ন ছবিতে অভিনয় করে অস্কার মনোনয়ন তারকাদের তালিকায়ও নতুন যুক্ত হলেন স্ট্যালোন। এর আগে এই ক্লাবের সদস্য হন বিং ক্রসবি, পল নিউম্যান, পিটার ও’টুল, আল পাচিনো কেট ব্ল্যানচেট।

কয়েকদিন আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে পুরস্কার জিতেছেন স্ট্যালোন। আশা করা হচ্ছে, অস্কারে প্রথম বলেই ছক্কা হাঁকাবেন তিনি! অর্থাৎ প্রথম মনোনয়নেই পুরস্কার জুটবে তার কপালে। তাকে ভাবা হচ্ছে আন্ডারডগ ফেভারিট। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বীরা হলেন- ক্রিশ্চিয়ান বেল (দ্য বিগ শর্ট), টম হার্ডি (দ্য রেভিন্যান্ট), মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস), মার্ক রাফালো (স্পটলাইট)।

আগামী ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এখানেই জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।

এবারের আয়োজন উপস্থাপনা করবেন কমেডিয়ান ক্রিস রক। এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।

* ‘ক্রিড’ ছবির ট্রেলার :


* অস্কার মনোনীত পাঁচ গানের ভিডিও
* এক ডজন মনোনয়ন পেলো ‘দ্য রেভিন্যান্ট’
* অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা

বাংলাদেশ সময় : ০৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।