ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সালমানকে চড় মারলেন আনুশকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সালমানকে চড় মারলেন আনুশকা!

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘সুলতান’-এ যোগ দেওয়ার খবর ব্যাপক উচ্ছ্বাস নিয়ে জানিয়েছিলেন আনুশকা শর্মা। অনেক নাটকীয়তার পর অবশেষে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে চূড়ান্ত করা হয় ছবিটির জন্য।

এখন তারা ব্যস্ত এ ছবির কাজে।

চমকপ্রদ ব্যাপার হলো, একটি দৃশ্যের প্রয়োজনে সল্লুকে চড় মেরেছেন তার হাঁটুর বয়সী আনুশকা। শুরুতে বিব্রত হলেও চিত্রনাট্যের প্রয়োজনে ৫০ বছর বয়সী এই অভিনেতার গালে চড় বসিয়ে দিতে হয়েছে তাকে। খবর বলিউড লাইফের।

ছবিটিতে কুস্তিগীর সুলতানের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এটাই চলতি বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবিগুলোর একটি। আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ মুক্তি পাবে এ বছর রোজার ঈদে। প্রযোজনায় যশরাজ ফিল্মস।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।