ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্পটলাইটে ‘স্পটলাইট’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
স্পটলাইটে ‘স্পটলাইট’

স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসের (এসএজি) মূল পুরস্কার জিতলো ‘স্পটলাইট’। মার্কিন নির্মাতা টম ম্যাককার্থি পরিচালিত সাংবাদিকতা বিষয়ক ছবিটির অভিনয়শিল্পীরা জিতেছেন সম্মিলিত অভিনয়ের পুরস্কার।

‘স্পটলাইট’ তাই এখন স্পটলাইটে!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের শ্রাইন মিলনায়তনে এসএজি’র ২২তম আসর বসেছিলো শনিবার (৩০ জানুয়ারি)। ২০১৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশনে সেরা অভিনয়শিল্পীদের পুরস্কার দেওয়া হলো এখানে।

যুক্তরাষ্ট্রে বোস্টনের ম্যাসাচুয়েটসে শিশুদের ওপর গির্জার ক্যাথলিক পুরোহিতের নির্যাতনের ঘটনা অনুসন্ধান করে দ্য বোস্টন গ্লোব পত্রিকার প্রতিবেদকরা। তাদেরকে বলা হয় স্পটলাইট টিম। ২০০৩ সালে নিজেদের কাজের স্বীকৃতিস্বরূপ পুলিৎজার পুরস্কার জেতেন তারা। সেই সত্যি ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘স্পটলাইট’। এসএজির আগে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা ছবি হয়েছে এটি। এ ছাড়া অস্কারে ছয়টি মনোনয়ন পেয়েছে ‘স্পটলাইট’। তাই অস্কারে সেরা আট ছবির মধ্যে এটি সেরা হয়ে চমকে দিতে পারে সবাইকে।

মঞ্চে গিয়ে পুরস্কার নেন অভিনেতা মাইকেল কিটন, র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, মার্ক রাফালো, লিভ শ্রেইবার, জন স্ল্যাটারি, স্ট্যানলি টুচি, বিলি ক্রুডুপ, ব্রায়ান ডি’আর্চি জেমস। কিটন বলেছেন, ‘ভয়ঙ্কর পরিস্থিতিতেও যারা টিকে আছেন এবং যারা সত্যিকার অর্থেই বঞ্চিত, এ পুরস্কার তাদের সবার জন্য। ’

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মার্কিন তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও। ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে সীমান্তবাসী হিউ গ্লাসের ভূমিকায় অনবদ্য অভিনয় করে এই সম্মান পেলেন তিনি। ‘রুম’ ছবিতে পাঁচ বছরের পুত্রকে নিয়ে জিম্মি থাকা মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় নৈপুণ্যের জন্য সেরা অভিনেত্রীর মুকুট পরেছেন ব্রি লারসন। ‘বিস্টস অব নো নেশন’-এ অভিনয়ের সুবাদে কৃষ্ণাঙ্গ তারকা ইড্রিস অ্যালবা সেরা পার্শ্ব অভিনেতা আর ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবিতে বৃহন্নলা শিল্পী লিলি এলবির স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন অ্যালিসিয়া ভিক্যান্ডার।

এর আগে ডিক্যাপ্রিও আর ব্রি লারসন গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডও জেতায় অস্কারও তাদের হাতেই উঠবে বলে আশা করা হচ্ছে। গত বছর এসএজি জেতা ম্যাথু ম্যাকোনাহে, কেট ব্ল্যানচেট, লুপিটা এনইয়োঙ্গো ও জারেড লেটো প্রত্যেকেই অস্কার জেতেন। আর গত ছয় বছরের মধ্যে এসএজিতে সম্মিলিত অভিনয়ের পুরস্কারজয়ী ছবি তিনবার অস্কারেও সেরা ছবি হয়েছে। এগুলো হলো ‘আর্গো’, ‘দ্য কিংস স্পিচ’ এবং ‘স্লামডগ মিলিয়নিয়ার’। তাই ‘স্পটলাইট’ সত্যিই আছে স্পটলাইটে।

এবারের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সেরা
চলচ্চিত্র
সম্মিলিত অভিনয়: স্পটলাইট
অভিনেতা: লিওনার্ডো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)
অভিনেত্রী: ব্রি লারসন (রুম)
পার্শ্ব অভিনেতা: ইড্রিস অ্যালবা (বিস্টস অব নো নেশন)
পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসিয়া ভিক্যান্ডার (দ্য ড্যানিশ গার্ল)
আজীবন সম্মাননা: ক্যারল বারনেট
সম্মিলিত স্টান্ট : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড

টেলিভিশন
সম্মিলিত অভিনয় (ড্রামা সিরিজ): ডাউনটন অ্যাবে
সম্মিলিত অভিনয় (কমেডি সিরিজ): অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক
অভিনেতা (ড্রামা সিরিজ): কেভিন স্পেসি (হাউস অব কার্ডস)
অভিনেত্রী (ড্রামা সিরিজ): ভিওলা ডেভিস (হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার)
অভিনেতা (কমেডি সিরিজ): জেফ্রি ট্যাম্বর (ট্রান্সপারেন্ট)
অভিনেত্রী (কমেডি সিরিজ): উজো আদুবা (অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক)
অভিনেতা (টিভি মুভি): ইড্রিস অ্যালবা (লুথার)
অভিনেত্রী (টিভি মুভি): কুইন লতিফা (বেসি)
সম্মিলিত স্টান্ট : গেম অব থ্রোন্স

বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।