ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আসছেন মিসেস মারিয়া (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, জানুয়ারি ৩১, ২০১৬
আসছেন মিসেস মারিয়া (ভিডিও) শম্পা রেজা

‘গেরিলা’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’ দুটি সিনেমায় অনবদ্য অভিনয় করেছিলেন শম্পা রেজা। আবার বড়পর্দায় দেখা যাবে তাকে।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এতে নায়িকা মিমের মায়ের ভূমিকায় থাকছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশিত ছবিটির ট্রেলারে এক ঝলক দেখা গেছে মিসেস মারিয়া তথা শম্পা রেজাকে।  

‘সুইটহার্ট’-এ কাজের অভিজ্ঞতা জানিয়েছেন শম্পা রেজা। রোববার দুপুরে তিনি বাংলানিউজকে বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, ছবিটির শুটিংয়ের জন্য অামি প্রথমবার এফডিসিতে যাই। ’

তিনি পরিচালকের প্রশংসা করে বলেন, ‘সুমন তো বেশ সুন্দর কাজ করে! আমার খুব ভালো লেগেছে। কাজ করতে গিয়ে সিনিয়রদের মধ্যে প্রবীর মিত্র, খুরশীদুজ্জামান উৎপল ও দিতিকে পেয়ে ভালো লেগেছে। আর বাপ্পি ও মিমতো বেশ ভালো করছে। ’

ছবিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। এর মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন তিনি।

‘সুইটহার্ট’ ছাড়াও শম্পা রেজা আরও দুটি ছবির কাজ শেষ করেছেন। এগুলো হলো- মিনহাজ কিবরিয়ার ‘শতরূপে শতবার’ ও রুহুল আমিনের ‘হাছনরাজা’।

অভিনেত্রী ও সংগীতশিল্পী শম্পা রেজা জানান, ‘হাছনরাজা’ ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন কলকাতায়। ছবিটির নাম ভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী। মজার ব্যাপার হচ্ছে, তারই মায়ের চরিত্রে দেখা যাবে শম্পা রেজাকে।

* ‘সুইটহার্ট’ ছবির ট্রেলার:


বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।