ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

গাইলেন বিশ্বজিৎ, জয়ের স্বপ্নপূরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, ফেব্রুয়ারি ২, ২০১৬
গাইলেন বিশ্বজিৎ, জয়ের স্বপ্নপূরণ কুমার বিশ্বজিৎ ও জয় শাহরিয়ার

দুই প্রজন্মের দুই সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও জয় শাহরিয়ার। নতুন প্রজন্মের অনেকের মতো বিশ্বজিতের গান শুনে বেড়ে উঠেছেন জয়ও।

এরই মধ্যে সংগীতে স্বকীয়তা অর্জন করেছেন ‘সত্যি বলছি’খ্যাত এই গায়ক। এবার প্রিয় শিল্পীর জন্য প্রথমবার সুর করলেন তিনি।

উচ্ছ্বসিত কণ্ঠে জয় বাংলানিউজকে বললেন, ‘বোঝার বয়স থেকে দাদা (কুমার বিশ্বজিৎ) আমার প্রিয় শিল্পী। তিনি আমার লেখা ও সুরে গান গেয়েছেন, এটা আমার জন্য বড় ঘটনা ও অভিজ্ঞতা। এটা আমার জন্য একটা স্বপ্নপূরণ। ’

নিজের উত্তরার স্টুডিওতে সোমবার (১ ফেব্রুয়ারি) ‘কতোটা তোমার আমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। লেখা ও সুরের পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন জয়। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে সিঙ্গেল ট্র্যাক হিসেবে এটি প্রকাশ করছে জয় শাহরিয়ারের প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস।

এদিকে কুমার বিশ্বজিৎ ভালোবাসা দিবসেই প্রকাশ করছেন বিভিন্ন শিল্পীকে নিয়ে তার গাওয়া নতুন দ্বৈত গানের অ্যালবাম ‘প্রেমান্ত’। এতে তার সহশিল্পী সামিনা চৌধুরী, ন্যানসি ও শুভমিতা। গেয়েছেন ভালেবাসা দিবসের একাধিক মিশ্র অ্যালবামেও। অন্যদিকে একই দিবস উপলক্ষে জয় শাহরিয়ার বাজারে ছাড়ছেন বিভিন্ন শিল্পীদের নিয়ে তার মিশ্র অ্যালবাম।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।