ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘মেঘের মতো’ উড়ছেন অনিতা! (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, ফেব্রুয়ারি ২, ২০১৬
‘মেঘের মতো’ উড়ছেন অনিতা! (ভিডিও) অনিতা / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিজস্ব গায়কী দিয়ে শ্রোতাদের মনোযোগ কেড়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী অনিতা। তিনটি একক অ্যালবামের পর এবার তিনি বের করেছেন সিঙ্গেল ট্র্যাক ও ভিডিও।



অনিতা জানান, চতুর্থ একক অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিছু গান তৈরিও করেছেন। ‘মেঘের মতো’ সেসবেরই একটি। এতে বাপ্পা মজুমদারের সুর-সংগীতে প্রথমবার গেয়েছেন তিনি। গত ২১ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত গানটি এখন পর্যন্ত উপভোগ করেছেন প্রায় ১২ হাজার দর্শক।

‘মেঘের মতো আমার একটা বন্ধু ছিল আগে/শরৎ এলে সাদা হতো শীতল হতো মাঘে’- এমন কথার গানটি লিখেছেন শাহান কবন্ধ। ভিডিওতে মডেল হয়েছেন অমিয়া ও রিংকু।

গানটি সম্পর্কে অনিতা বাংলানিউজকে বলেন, ‘আমি সব সময় সুন্দর কথা ও সুরের গান করার চেষ্টা করি। জনপ্রিয় ধারার গান করতে হবে, এটা ভাবি না। এই গানটি কিছু মানুষের ভালো লেগেছে। ইতিবাচক মন্তব্য পাচ্ছি, আর কী চাই!’

অনিতার সর্বশেষ একক অ্যালবাম ‘অনিতা ২’ বাজারে আসে ২০১৪ সালের জুলাইয়ে। নতুন অ্যালবামের গান তৈরির পাশাপাশি মঞ্চ পরিবেশনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। একসময় ব্যান্ড করলেও এখন একক ক্যারিয়ার নিয়েই মনোযোগী অনিতা। নতুন গান ‘মেঘের মতো’ নিয়ে তিনি যেন উড়ছেন!

* ‘মেঘের মতো’ গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।