ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

পুলিশদের সামনে নাচবেন নিরব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, ফেব্রুয়ারি ২, ২০১৬
পুলিশদের সামনে নাচবেন নিরব মহড়ায় নিরব ও নাজিরা মৌ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪১ বছর পূর্তি উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে নিজের নতুন ছবির গানের তালে নাচবেন চিত্রনায়ক নিরব।

সঙ্গে থাকবেন ছোটপর্দার অভিনেত্রী নাজিরা মৌ।

জানা গেছে, মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ভোলা তো যায় না তারে’র ‘যদি মন পাখা মেলে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নিরব ও নাজিরা। ছবিতে অবশ্য গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন তানহা তাসনিয়া। আরফিন রুমির সুর ও সংগীতে তার সঙ্গে এটি গেয়েছেন সিঁথি সাহা।

এরই মধ্যে মহড়া করেছেন নিরব ও নাজিরা। নৃত্য পরিচালনা করছেন ইভান শাহরিয়ার সোহাগ। তবে ‘ভোলা তো যায় না তারে’ ছবিতে গানটির নৃত্য পরিচালক ছিলেন মাসুম বাবুল।

‘ডিএমপি কনসার্ট: গৌরবময় সেবার ৪১ বছর’ শীর্ষক এই আয়োজন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। তবে নিরব ও নাজিরা নাচবেন সন্ধ্যায়। এ আয়োজন রাত ১১টা পর্যন্ত সরাসরি দেখাবে দেশ টিভি।

চ্যানেলটি জানিয়েছে, কনসার্টে সংগীত পরিবেশন করবেন মমতাজ, এস আই টুটুল, পার্থ বড়ুয়া ও নাজমীন মিমি। উপস্থাপনায় আমব্রিন।

বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।