ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিক্যাপ্রিও না মরলেও হতো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ডিক্যাপ্রিও না মরলেও হতো! ‘টাইটানিক’ ছবির দৃশ্যে লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট

টাইটানিক জাহাজের বিয়োগান্তক ঘটনা নিয়ে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এতে জ্যাক ও রোজ চরিত্রে অভিনয় করে রূপালি পর্দার অন্যতম প্রিয় জুটিতে পরিণত হন হলিউডের দুই তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট।



ক্লাইম্যাক্স দৃশ্যে জাহাজ ডুবে যাওয়ার পর আটলান্টিক মহাসাগরের হিমশীতল জলে হঠাৎ একটি কাঠের দরজা খুঁজে পায় জ্যাক ও রোজ। এর ওপর যে কোনো একজন উঠতে পারবে বুঝতে পেরে রোজকে ওঠায় জ্যাক। একসময় বরফশীতল পানিতে জ্যাকের মৃত্যু হয়।

‘টাইটানিক’-এর এই সমাপ্তি নিয়ে প্রায় ২০ বছরেও মাথাব্যথা কমেনি ভক্তদের। তাদের অনেকে নানা তত্ত্ব ভাগাভাগি করে আসছে। কারও মতে, দরজায় চাইলেই জ্যাক উঠতে পারতেন।

উইন্সলেট কী মনে করেন? টিভি উপস্থাপক জিমি কিমেলের এ প্রশ্নের উত্তরে ৪০ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী বলেন, ‘আমি এটা মেনে নিচ্ছি! আমার মনে হয়, ওই দরজায় জ্যাকের জায়গা হচ্ছিলো না। ’ খবর এন্টারটেইনমেন্ট উইকলির।

কিছুদিন আগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন ডিক্যাপ্রিও ও উইন্সলেট। সেই মুহূর্ত প্রসঙ্গে জিমিকে কেট বললেন, ‘আমাকে লিওর সঙ্গে একই জায়গায় দেখলে মানুষ উচ্ছ্বসিত হয়। দিনের শেষে কিন্তু এটা ভালোলাগার বিষয়। ’

উইন্সলেট আরও বলেছেন, ’২০ বছর হতে চললো, অথচ এখনও মানুষ আমাদের সেই রসায়নে ডুবে আছে। সত্যিই সবাই আমাদের ভালোবাসে। এ নিয়ে আমরা হাসাহাসিও করি! সেদিনও লিও আর আমি বলাবলি করছিলাম, জ্যাক ও রোজকে নিয়ে মানুষ এখনও কতো অভিভূত। ’

লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট ‘টাইটানিক’ ছাড়া আরেকবার একসঙ্গে অভিনয় করেছেন। ২০০৮ সালে মুক্তি পায় ‘রিভোল্যুশনারি রোড’ নামের ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।