ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

নাটকেও কাছাকাছি নিলয়-শখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, ফেব্রুয়ারি ৪, ২০১৬
নাটকেও কাছাকাছি নিলয়-শখ শুটিংয়ের ফাঁকে নিলয় ও শখ

দু’জন মানুষের ভালোবেসে কাছাকাছি আসার গল্প নিয়ে তৈরি হয় কিছু নাটক। দেশের শীর্ষ অভিনয়শিল্পীরা এতে অভিনয় করেন।

সেই ধারাবাহিকতায় ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ থেকে নাটক তৈরি হচ্ছে এবারও। ভালোবাসা দিবস উপলক্ষে বাছাই করা তিনটি গল্পের নাটক প্রচার হবে এনটিভিতে। এখন চলছে সেই প্রস্তুতি।

ব্যক্তিজীবনে দীর্ঘ প্রেমের পর ঘর বেঁধেছেন টিভি নাটকের জনপ্রিয় দুই শিল্পী নিলয় ও শখ। তাদের প্রেমেও ছিলো ভাঙা গড়া। তাদের কাছে অাসার গল্পটাও বেশ নাটুকে। প্রেমিক-প্রেমিকা থেকে এখন তারা স্বামী-স্ত্রী। ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’র একটি নাটকে পাওয়া যাবে এই তারকা জুটিকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণ হয়েছে।

জানা যায়, নাটকটির নাম এখনও চূড়ান্ত হয়নি। ৩ ফেব্রুয়ারি রাজধানীর কামারপাড়ায় নাটকটির শুটিংয়ে অংশ নেন নিলয় ও শখ। এটি পরিচালনা করেছেন রোবায়েত মাহমুদ।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসও/   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।