ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কথা বলতে ভয় পান শাহরুখ-আমির: সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
কথা বলতে ভয় পান শাহরুখ-আমির: সোনম আমির খান, সোনম কাপুর ও শাহরুখ খান

বলিউড অভিনেতা শাহরুখ খান ও আমির খান কোনো বিষয়ে কথা বলতে ভয় পান। সম্প্রতি এক স‍াক্ষা‍ৎকারে এমনটাই বলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

কারণ হিসেবে তিনি বলেন, ‘তাদের কথার পরিপ্রেক্ষিতে মানুষের প্রতিক্রিয়া খারাপ হওয়ার ভয়ে তারা এখন নিজেদের মত প্রকাশ করেন না। ’

৩০ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘একটু ভেবে দেখুন শাহরুখ ও আমিরের মতো মানুষের কথাতে আমরা কি ধরনের প্রতিক্রিয়া জানাই। তারা যে কোনো বিষয়ে কথা বলতে ভয় পান, কারণ এতে মানুষের প্রতিক্রিয়া অনেক খারাপ হয়। ভালো, খারাপ কিংবা কুৎসিত মানুষের মতামত আমাদের শুনতে হবে। কেননা প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে। ’

নিজের ৫০তম জন্মদিনে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন কিং খান। তিনি বলেছিলেন, ‘ভারতজুড়ে তীব্র অসহিষ্ণুতার হাওয়া বইছে। যারা এর প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, তাদের আমি সম্মান জানাই। প্রয়োজনে আমিও একই রাস্তায় হাঁটবো। ’  এ কারণে বলিউড বাদশাহে কেউ কেউ পাকিস্তানী দালাল বলেও আখ্যায়িত করেছিলেন।
 
অন্যদিকে গত বছরের শেষ দিকে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় বিপাকে পড়তে হয়েছে আমির খানকে। এরপর থেকেই রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের তোপের মুখে পড়তে হয় তাকে। এমনকি বলিউডের অনেক অভিনয়শিল্পীও দ্বিমত পোষণ করেছেন তার সঙ্গে।

শাহরুখ এবং আমির খানের মতো তারকাদের বক্তব্যে মানুষের প্রতিক্রিয়াকে ‘ভয়ানক’ বলে উল্লেখ করেছেন সোনম। এরপর তিনি বলেন, ‘আমি কোনো বিষয়ে মতামত প্রকাশ করবো না তা হবে না। আমি সব সময়ই এটি করে এসেছি। এজন্য আমাকে নানা বিদ্রুপের শিকার হতে হয়েছে। কিন্তু দিনশেষে এই প্লাটফর্মটিকে ধরে রেখেছি। আমি কথা বলছি এবং আমি কি বলতে চাচ্ছি মানুষ তা শুনছে। শেষ পর্যন্ত যাই হোক না কেন আমি এটি করে যাবো। আসলে আমি কি বলছি তা কেউ না কেউ তো শুনছে। ’

সোনম এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘নীর্জা’র প্রচারণা নিয়ে। আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।