ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাবিলা নূরের ‘ভালোবাসা এমনই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
সাবিলা নূরের ‘ভালোবাসা এমনই’ সাবিলা নূর

নিজেকে সুকন্যা ভাবছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর! সুকন্যা মেয়েটি দৃঢ়চেতা, সাহসী ও মুক্তমনা। তার বাবা ও চাচা গ্যাংস্টার টাইপের মানুষ।

সুকন্যার রক্তে আছে সেই তেজ।

সে পড়ে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে। মামনুন নামের একটি ছেলে তাকে পছন্দ করে। ছেলেটা যতোবার প্রস্তাব দেয়, ততোবারই তাকে চড় মারে সুকন্যা। তাদের ভালোবাসার শুরুটা এমনই।

গল্পের নাম ‘ভালোবাসা এমনই’। পরে নাম পাল্টে রাখা হয়েছে ‘শত ডানার প্রজাপতি’। গত ২ ফেব্রুয়ারি পুরান ঢাকায় এর দৃশ্যধারণ হয়েছে। কাজ হবে আরও দু’দিন- ৬ ও ৭ ফেব্রুয়ারি। ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতায় নির্বাচিত গল্পের নাটক এটি। পরিচালনা করছেন মাবরুর রশিদ বান্নাহ।

সাবিলা বাংলানিউজকে বললেন, ‘সুকন্যার মতো চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। পুরান ঢাকায় হোলির রঙে রঙিন হয়ে উঠেছিলাম কাজ করতে গিয়ে। ’ নাটকটিতে তার সহশিল্পী ফারহান আহমেদ জোভান। এটি প্রচার হবে বাংলাভিশনে।

বাংলাদেশ সময় : ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।