ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ফুয়াদ এখন আজালিয়ার বাবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ফুয়াদ এখন আজালিয়ার বাবা ফুয়াদ ও মায়া

প্রথম সন্তানের বাবা হলেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। তার স্ত্রী মায়া বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের একটি হাসপাতালে নবজাতিকার জন্ম দেন।

তার নাম রাখা হয়েছে আজালিয়া।

ফুয়াদের বাবা হওয়ার খবরে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পী, সহকর্মী ও আত্মীয়-স্বজনরা। পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে।

২০০৮ সালের মাঝামাঝি ঢাকায় গানের এক অনুষ্ঠানে মায়ার সঙ্গে ফুয়াদের প্রথম পরিচয়। সেখান থেকেই ভালোলাগা ও প্রেম। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন মায়া।

এদিকে সন্তানসম্ভাবা স্ত্রীকে সময় দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে নিউইয়র্কেই আছেন ফুয়াদ। হাতের কাজ গুছিয়ে দেশ ছাড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।