ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

বডিগার্ডকে সালমানের চড়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বডিগার্ডকে সালমানের চড় সালমান খান

বিতর্ক ক’দিন পরপরই সালমান খানের পিছু নেয়। তবে যতোটা সম্ভব এসব এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি।

কিন্তু অনেক সময় পেরে ওঠেন না। তাই নেতিবাচক কারণে প্রায়ই খবরের শিরোনামে আসেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। এবার নিজের দেহরক্ষীকে চড় মেরে সমালোচিত হচ্ছেন সালমান।

স্পটবয়ের খবর, সম্প্রতি প্রীতি জিনতার জন্মদিনে তাকে চমকে দিয়ে পার্টির আয়োজন করেছিলেন সল্লু। এখানে আরও ছিলেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। পার্টি শেষ করে বের হলে সংবাদমাধ্যম কর্মীরা তাদের গাড়ির সামনে চলে আসে। এ কারণে সাংবাদিক ও আলোকচিত্রীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন ওই বডিগার্ড। তাই তাকে চড় মেরেছেন বলিউডের এই সুপারস্টার।

এর আগে দেহরক্ষীর ভুলের কারণে ভুগতে হয়েছে সালমানকে। এক সাংবাদিককে তার বডিগার্ড শাসানোর কারণে পুরো সংবাদমাধ্যমই বর্জন করে ‘বজরঙ্গি ভাইজান’কে। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার তড়িঘড়ি দেহরক্ষীকে শাস্তি দিলেন তিনি। পরে অবশ্য আলোকচিত্রীদেরকে প্রতিদিন সন্ধ্যায় তার পিছু না নিতে অনুরোধ জানান সালমান।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।