ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ন্যানসি আনছেন ‘ভালোবাসো বলেই’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৩, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ন্যানসি আনছেন ‘ভালোবাসো বলেই’ ন্যানসি/ ছবি: চন্দন রয় চৌধুরী (অতিথি আলোকচিত্রী)/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় কণ্ঠশ্পিী ন্যানসির চতুর্থ একক অ্যালবাম আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। তাই এর নাম রাখা হয়েছে ‘ভালোবাসো বলেই’।

আগামী সপ্তাহে সাউন্ডটেক থেকে বাজারে আসবে এটি।

এতে থাকছে নতুন আটটি প্রেমের গান। সবক’টি লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, নাজির মাহমুদ, শফিক তুহিন ও মুশফিক লিটু।

এরই মধ্যে ‘ভালোবাসো বলেই’ শিরোনামের মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা করেছেন ন্যানসি। এটি নির্মাণ করবেন চন্দন রয় চৌধুরী।

এ পর্যন্ত ন্যানসির তিনটি একক অ্যালবাম বেরিয়েছে। এগুলো হলো ‘ভালোবাসা অধরা’, হাবিবের সুর ও সংগীতে ‘রঙ’ এবং ‘দুষ্টু ছেলে’।

* ন্যান্সির ড্রয়িংরুমে বসে শোনা গল্প
* মাকে নিয়ে ন্যান্সির নতুন গান

বাংলাদেশ সময় : ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।