ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘আশিকি টু’র পর ‘ওকে জানু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, ফেব্রুয়ারি ৮, ২০১৬
‘আশিকি টু’র পর ‘ওকে জানু’

‘আশিকি টু’ (২০১৩) আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর দু’জনকেই বলিউডে রাতারাতি প্রথম সারির তারকা বানিয়ে দিয়েছে। তাদের রসায়নে বুঁদ হয়েছেন দর্শকরা।

পর্দার সেই বোঝাপড়া বাস্তবেও তাদের মন দেওয়া-নেওয়ার সম্পর্ক তৈরি করে দিয়েছে। আবার তারা একফ্রেমে হাজির হচ্ছেন রূপালি পর্দায়।

এবার ‘ওকে জানু’ নামের একটি ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন আদিত্য-শ্রদ্ধা। এটি হচ্ছে মনিরত্নম পরিচালিত তামিল সুপারহিট ছবি ‘ওকে কানমানি’র হিন্দি সংস্করণ। একজোড়া তরুণ-তরুণীর প্রেম ও বিরহকে ঘিরেই এর গল্প।

আদিত্যর মতে, আবার তাদের জোট বাঁধার জন্য এটাই যুতসই ছবি। আইএএনএসকে তিনি বলেছেন, “দর্শকদের ভালোবাসা পাওয়া ভালো লাগার ব্যাপার। আমার মনে হচ্ছে, ‘ওকে জানু’ আমাদের আবার জুটিবদ্ধ হওয়ার জন্য সঠিক ছবি। আমার মনে হয়, এই দুটি চরিত্রে আমরা মানিয়ে যাবো। শ্রদ্ধার সঙ্গে আবার কাজ করবো ভেবে আমি অনেক উচ্ছ্বসিত। এটা আমাদের জন্য দারুণ একটা ছবি। ’

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।