ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩৮ বছর পর শাবানার পৈতৃক নিবাস দখলমুক্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
৩৮ বছর পর শাবানার পৈতৃক নিবাস দখলমুক্ত শাবানা আজমি

বাবার (কবি কাইফি আজমি) শেষ ইচ্ছা পূরণ করলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। উত্তর প্রদেশে আজমগড়ের কাছে মিজওয়ানে নিজের পৈতৃক নিবাস অবশেষে দখলে আনতে সক্ষম হয়েছেন তিনি।



অবৈধভাবে দখল হয়ে থাকা বাড়িটি দীর্ঘ ৩৮ বছরের আইনি লড়াইয়ের পর ফেরত পেয়েছেন শাবানা। জানা গেছে, বাড়িটির অবস্থা এখন জীর্ণ। সংস্কারের মাধ্যমে এটাকে বাবার স্মৃতি সংরক্ষণের জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা আছে ৬৫ বছর বয়সী এই অভিনেত্রীর।

কাইফি আজমি জন্মেছিলেন এ বাড়িতেই। তিনি মিজওয়ানে চলে যাওয়ার পরপরই বাড়িটি বেদখল হয়ে যায়। এ কারণে মামলা দায়ের করেছিলেন তিনি। কিন্তু তার জীবদ্দশায় এর নিষ্পত্তি হয়নি।

গত ৩০ জানুয়ারি শাবানাকে বাড়িটি দখল করার অনুমতি দেওয়া হয় আদালতের রায়ে। তিনি বলেছেন, ‘এটা আমার জন্য আবেগঘন মুহূর্ত। মামলার নিষ্পত্তি হওয়ার পর মিজওয়ানের সারা গ্রামবাসী আনন্দে নেচেছেন, গেয়েছেন, মিষ্টি বিতরণ করেছেন। আমার সঙ্গে পুরো গ্রামও আনন্দে উদ্বেল হয়ে ওঠে। ’

যোগ করে শাবানা টাইমস অব ইন্ডিয়াকে আরও বলেন, ‘আব্বার ইচ্ছা ছিলো বাড়িটি ফেরত পাওয়ার। কারণ এখানেই তার জন্ম। কিন্তু দখলকারীদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে চাননি তিনি। এখন যদি মিজওয়ানে মা, আমার ভাই বাবা ও জাভেদ থাকতো, কতো খুশিই না হতো! আদালতে জাভেদ অনেক দৌড়ঝাঁপ করেছে। বাড়িটি ফিরে পেতে আমাদের ৩৮ বছর লেগে গেলো। আব্বা বেঁচে থাকতে এটা হলো না ভাবলে নিজেকে অপরাধী মনে হয়। ’

বাংলাদেশ সময় : ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।