ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

আগাম ভ্যালেন্টাইন এনে দিলেন সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আগাম ভ্যালেন্টাইন এনে দিলেন সালমান! সালমান খান

‘সুলতান’ ছবিতে কুস্তিগীর চরিত্রে অভিনয় করছেন বলিউড সুপারস্টার সালমান খান। এজন্য গত অক্টোবর থেকে তাকে গোফ ও খোচা দাড়িতে দেখা যাচ্ছিলো।

এ নিয়ে ভক্তদের একটা আক্ষেপ ছিলো। তার মতো সুদর্শন মানুষ কেনো দেবদাসের মতো থাকবেন! তার ওপর তিনি হলেন রোমিওদের ‍আইডল।

সুখবর হলো, ক্লিনসেভে হাজির হয়েছেন সালমান। ‘সুলতান’-এর অফিসিয়াল পেজে ৫০ বছর বয়সী এই অভিনেতার নতুন একটি স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দাঁড়ি-গোফহীন সুলতানের নতুন লুক ভালোবাসা দিবসকে নিয়ে এসেছে আগেই!’ সুরজ বরজাতিয়ার ছবিগুলোতে প্রেম চরিত্রে এভাবে তাকে দেখে অভ্যস্ত দর্শকরা।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ তৈরি হচ্ছে হরিয়ানভির একজন সত্যিকারের কুস্তিগীরের জীবন নিয়ে। এতে অভিনয়ের জন্য ১৪ কিলো ওজন বাড়িয়েছেন সালমান। তার সঙ্গে এতে প্রথমবার দেখা যাবে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। তিনিও শিখেছেন মার্শাল আর্ট। এ ছাড়াও আছেন রণদীপ হুদা। ছবিটি মুক্তি পাবে চলতি বছর রোজার ঈদে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।