ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

গোলাপি মঞ্জিলের বাসিন্দারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, ফেব্রুয়ারি ১০, ২০১৬
গোলাপি মঞ্জিলের বাসিন্দারা

নবাব বংশের উত্তরাধিকারী খাজা বদিউর রহমানের দাদী শতবর্ষীয়া গুলশান আরা বানু বেগম একদিন স্বপ্নে দেখেন তার আয়ু আছে মাত্র চল্লিশ দিন। তার জীবনের সব খায়েশ পুরো হলেও দায়িত্ব থেকে গেছে উত্তরাধিকারীর, খাজা বদিউর রহমানের ছেলে রাসেলের খৎনা এখনও বাকি।

আয়োজন করা হয় রাসেলের খৎনার। তার দোয়ানী হবে নবাবী রেওয়াজ রীতিতে, এই বিশাল আয়োজনকে ঘিরে চলতে থাকে গোলাপি মঞ্জিলের বাসিন্দাদের ছুটোছুটি।

ধারাবাহিক নাটক ‘গোলাপি মঞ্জিল’-এর কাহিনি এটি। এতে অভিনয় করেছেন তারিক ইনাম খান, মুনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, রুনা খান, শ্যামল মাওলা, মারজুক রাসেল, দিলারা জামান, সাদেক বাচ্চু, মুন প্রমুখ।

সালমা বাণীর উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ফারজানা আফরীন রূপা। এটি পরিচালনা করেছেন তাহের শিপন। চ্যানেল আইতে ১১ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ৩০ পর্বের ধারাবাহিকটি।

বাংলাদেশ সময় : ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।