ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ভিলেন শার্লিজ থেরন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ভিলেন শার্লিজ থেরন! শার্লিজ থেরন

হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের অষ্টম কিস্তিতে অভিনয়ের প্রস্তাব পেলেন দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী শার্লিজ থেরন। ‘ফাস্ট এইট’-এ নতুন ভিলেন হিসেবে যুক্ত হতে যাচ্ছেন তিনি।



নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স শার্লিজকে নিতে মরিয়া। খবর ভ্যারাইটির। এবারের ছবিতেও সপ্তম পর্বের মতো থাকছেন হলিউড অভিনেতা ভিন ডিজেল, ডোয়াইন জনসন, টাইরিস গিবসন ও জেসন স্টেটহাম।

গত বছর ‘স্ট্রেইট আউটা কম্পটন’ তুমুল সাফল্য পাওয়ায় এর পরিচালক এফ. গ্যারি গ্রে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজিটির নতুন ছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এটি মুক্তি পাবে আগামী বছরের ১৭ এপ্রিল।

জানা গেছে, ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ আছেন থেরন। তবে এর চিত্রনাট্য বদলানো হচ্ছে। মূল চরিত্রকে পুরুষ থেকে রূপান্তর করা হচ্ছে নারীতে। অস্কারজয়ী এই তারকা এখন ‘দ্য কোল্ডেস্ট সিটি’র কাজ করছেন।

শার্লিজের বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে আগামী ২২ এপ্রিল আসবে “দ্য হান্টসম্যান: উইন্টার’স ওয়ার”-এ  নেতিবাচক চরিত্রে দেখা যাবে ৪০ বছর বয়সী এই সুন্দরীকে। এটি ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ (২০১২) সিরিজের কিস্তি। মুক্তি প্রতিক্ষীত অন্য ছবিগুলো হলো- ‘ব্রেইন অন ফায়ার’, শন পেন পরিচালিত ‘দ্য লাস্ট ফেস’ ও অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’।

বাংলাদেশ সময় : ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।