ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘ডেডপুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘ডেডপুল’

মার্ভেল কমিকসের বেশ কয়েকটি সুপারহিরো চরিত্র রূপালি পর্দায় এসেছে। এবার সে তালিকায় যুক্ত হলো ‘ডেডপুল’।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বহুল কাক্সিক্ষত ছবিটি। একই দিনে বাংলাদেশেও এটি মুক্তি দিচ্ছে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে প্রিমিয়ার শো।

মার্ভেল কমিকসের ভক্তরা ডেডপুলের সঙ্গে পরিচিত আগে থেকেই। কমিকসের অন্যান্য চরিত্রের মতো সে-ও সাধারণ মানুষ থেকেই সুপারহিরো হয়েছে। টিম মিলার পরিচালিত ‘ডেডপুল’ ছবির গল্প ওয়েড উইলসনকে ঘিরে। এক নিরীক্ষা অপরিকল্পতভাবেই তাকে অতিমানবীয় ক্ষমতা এনে দেয়। সে হয়ে ওঠে ডেডপুল। নিজের জীবন প্রায় ধ্বংস করে দিতে চেয়েছিলো এমন ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজতে থাকে নতুন সুপারহিরো।

গত বছরের বড়দিনে প্রকাশিত হয় তিন মিনিটের ট্রেলারটি। এর শুরুতে দেখা যায়, ডেডপুলের সঙ্গে এক ট্যাক্সি চালকের কথোপকথন। নিত্যদিনের সেই আলাপ এক দুষ্কৃতিকারীর খুলি ওড়ানোর মধ্যে শেষ হয়। আরেক ব্যক্তিকে বিঁধে ফেলার পর ডেডপুলকে বলতে শোনা যায়, ‘এ এক ভিন্নধর্মী অতিমানবের গল্প। ’ এরপর দেখানো হয় কীভাবে ক্যান্সারে আক্রান্ত সাধারণ ব্যক্তি ওয়েড উইলসন হয়ে উঠলো ডেডপুল। প্রজেক্ট এক্সের তত্ত্বাবধানে তাকে সারিয়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটির মূল উদ্দেশ্যই ছিলো তাকে জীবন্ত মারণাস্ত্রে পরিণত করা। এ কারণে চেহারা ও শরীর বিকৃত হয়ে গেলেও সেরে ওঠার এক অসাধারণ দক্ষতা অর্জন করে সে।

‘ডেডপুল’-এ দুই মিউট্যান্ট সুপারহিরো কলোসাস এবং নেগাসনিক টিনএইজ ওয়ারহেডকেও দেখা যাবে।   শেষ পর্যায়ে এই দু’জনকে দেখা যায় এক বিধ্বংসী লড়াইয়ে মুখোমুখি হতে। এতসব ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যেও ছবির পুরোটা জুড়েই রয়েছে ডেডপুলের কৌতুকপূর্ণ সংলাপের সমাহার। বাকপটু ও প্রায় অবিনশ্বর এই অতিমানব ‘এ• মেন অরিজিন্স: উলভারিন’- এ মুখ সেলাই করা এক খলনায়ক হিসেবে উলভারিনের সঙ্গে লড়েন, তাকে সেখানে ডেডপুল নামে ডাকাও হয়।

ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হলিউড তারকা রায়ান রিনোল্ডস। এ ছাড়াও আছেন মোরেনা ব্যাকারিন, এড স্ক্রেইন, টি. জে. মিলার, জিনা ক্যারানো, ব্রায়ানা হিল্ডব্র্যান্ড প্রমুখ। ১ ঘণ্টা ৪৮ মিনিট ব্যাপ্তির ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স।

আয়রন ম্যান, অ্যান্ট-ম্যানরা সুপারহিরোর প্রচলিত ধারণায় অনেক পরিবর্তন এনেছেন। তবে সুপারহিরো বলতে যা বোঝায়, তার খোলনলচেই পাল্টে দেবে ‘ডেডপুল’। এর ট্রেলারে তাকে বর্ণনা করা হয়েছে ব্যতিক্রম এক অতিমানব। নতুন এই সুপারহিরোর সাফল্য নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

ট্রেলার প্রকাশের পর থেকে দর্শকদের উৎসাহ দেখে বোঝা যাচ্ছে, জনপ্রিয় মার্কিন কমিকস চরিত্রটি বড় পর্দায় গ্রহণযোগ্যতা পাবে। এরই মধ্যে ‘ডেডপুল’-এর নতুন কিস্তি তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে।

* ‘ডেডপুল’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।