ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সোনমের ‘নির্জা’ দেখে বাবা যা বললেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সোনমের ‘নির্জা’ দেখে বাবা যা বললেন অনিল কাপুর ও সোনম কাপুর

সাহসিকতার জন্য সবচেয়ে কম বয়সে ভারতের অশোকচক্র পুরস্কার জয়ী বিমানবালা নির্জা ভানোতের চরিত্রে দারুণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে প্রশংসায় ভাসছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গত ১৯ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘নির্জা’ ছবিতে তার কাজে মুগ্ধ সবাই।

কিন্তু তার বাব‍া অনিল কাপুরের মতে, মেয়েকে আরও উন্নতি করতে হবে!

রোববার (২১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের লালগালিচায় অনিল কাপুর বলেন, ‘কেউ সেরা অভিনেতা বা অভিনেত্রী হলেও তাকে শিক্ষা গ্রহণের মধ্যে থাকতে হয়। সোনমের বেলায়ও একই কথা প্রযোজ্য। অভিনয়ের জন্য সে কতোটা প্রশংসা পাচ্ছে এবং অন্যরা কি বললো তা মুখ্য নয়, তাকে আরও উন্নতি করতে হবে। ’

৫৯ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘একজন অভিনয়শিল্পী সবসময়ই শিক্ষার্থী। অভিনয় হলো সাগরের মতো সুবিশাল শিক্ষা। এটাকে কখনও পরিপূর্ণভাবে আত্মস্থ করা যায় না। অভিনয়শিল্পীকে সবসময় শেখার মানসিকতা ধরে রাখতে হয়। প্রতিবারই নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য পরিশ্রম করতে হয় তাদেরকে। ’

‘নির্জা’ প্রসঙ্গে অনিল কাপুর বলেন, ‘এ ছবি নিয়ে আমাদের পুরো পরিবারে আবেগঘন অনুভূতি হয়েছে। আমাদের মনে হচ্ছে, নির্জা নিজেই ছবিটির জন্য আশীর্বাদ হয়ে আছেন। ছবিটির সব ভালো দিক হয়েছে তার সুবাদেই। ’

১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে ছিনতাই হওয়া প্যান অ্যাম ফ্লাইট ৭৩ উড়োজাহাজের যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দেন নির্জা। রাম মাধবানি পরিচালিত ছবিটি ওই সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।