ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই চ্যানেলে এশিয়া কাপ সরাসরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
দুই চ্যানেলে এশিয়া কাপ সরাসরি

এশিয়া মহাদেশের চার শক্তিধর ক্রিকেটদল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে বাছাই পর্ব খেলে যোগ দিয়েছে আরব আমিরাত। তাদের অংশগ্রহণে ‘এশিয়া কাপ টি টোয়েন্টি-১৬’ শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি।



ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে এশিয়া কাপের মূল পর্বের। এগারোতম এ আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে। ৬ মার্চ টুর্নামেন্টের ফাইনাল। মাঠ ছাড়াও আসরের সব খেলাই খেলা উপভোগ করা যাবে বেসরকারি টিভি চ্যানেলে মাছরাঙা টেলিভিশন ও জিটিভিতে। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

মাছরাঙায় প্রতিটি খেলা শুরুর আগে এবং শেষে থাকছে ম্যাচ বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘পাওয়ার প্লে’। এতে অংশ নেবেন দেশের খ্যাতিমান ক্রিকেটার ও বিশ্লেষকরা।

এদিকে জিটিভি প্রচার করবে ক্রিকেট নিয়ে একাধিক অনুষ্ঠান। প্রতিদিনের ম্যাচের শুরুতে ও মধ্যবিরতিতে জিটিভি সরাসরি সম্প্রচার করবে ‘ক্রিকেট এক্সট্রা’। ম্যাচ শেষে সরাসরি সম্প্রচার করা হবে ‘ক্রিকেট ম্যানিয়া’। রাত ১২টা ১০ মিনিটে থাকবে প্রতিদিনের ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে ‘ক্রিকেট হাইলাইটস’। এগুলোতে উপস্থাপক হিসেবে থাকবেন সামিয়া আফরিন, মারিয়া নূর ও শ্রাবণ্য তৌহিদা।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।