ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতার ১৯ প্রেক্ষাগৃহে ‘ছুঁয়ে দিলে মন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
কলকাতার ১৯ প্রেক্ষাগৃহে ‘ছুঁয়ে দিলে মন’ ‘ছুঁয়ে দিলে মন’-এর দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও মম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ভারতের পশ্চিমবাংলায় প্রাথমিকভাবে ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। পরে মোট ১৯টি হলে এটি দেখা যাবে।

আমি মনে করি, এটা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য খুব সম্মানের একটি বিষয়। ’ কথাগুলো বলেছেন চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন। তিনি বাংলানিউজকে আরও জানান, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) থেকে তার ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি সেখানে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে।  

২০১৫ সালের ১০ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরিফিন শুভ ও মম জুটির প্রথম ছবিটি। শুরুতেই এটি দর্শক টানতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর এক ছবির কয়েকটি গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা'র আওতায় পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন'। ডিসেম্বরে ভারতীয় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি।

ছবিটি কলকাতায় পরিবেশনার দায়িত্বে আছে পিয়ালি ফিল্মস। মুক্তির ব্যাপারে সহায়তা করছে জিরোনা ইন্টারন্যাশনাল। এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুষমা সরকার, আলীরাজ প্রমুখ।

‘ছুঁয়ে দিলে মন’-এর বিনিময়ে বাংলাদেশে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ওপার বাংলার ছবি ‘বেলা শেষে'। একইদিনে ছবিটি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।