ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কোথায় কোথায় ‘কৃষ্ণপক্ষ’?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
কোথায় কোথায় ‘কৃষ্ণপক্ষ’? ‘কৃষ্ণপক্ষ’ ছবির সেটে রিয়াজ ও মাহি

হুমায়ূন আহমেদের চলচ্চিত্র মানেই নতুন কিছু। তার ছবি মানেই পরিবারের সবার বিনোদন।

কিংবদন্তি এই লেখক ও নির্মাতার অবর্তমানে আবার ফিরে এলো তেমন একটি দিন, ২৬ ফেব্রুয়ারি। এ দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস থেকে নির্মিত ছবি ‘কৃষ্ণপক্ষ’।

আলোচিত এ ছবিটি দেখার জন্য দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে কয়েকটি কারণে। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর প্রথম মুক্তি পাচ্ছে কোনো ছবি। সুঅভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের পরিচালনায় প্রথম ছবি এটি। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর মূল চরিত্রে বড়পর্দায় ফিরছেন চিত্রনায়ক রিয়াজ। একইভাবে মাহিকেও বিরতির পর পাওয়া যাবে ‘কৃষ্ণপক্ষ’তে। এ জুটির প্রথম ছবিও এটি।

২৬ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কৃষ্ণপক্ষ’। এগুলো হলো- ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলি, অভিসার, পূর্ণিমা, ফরিদপুরের বনলতা, সিলেটের বিজিবি অডিটোরিয়াম, জয়দেবপুরের চন্দনা, নাটোরের ছায়াবানী, টাঙ্গাইলের মধুপুরের মমতা, নাগপুরের রাজিয়া, পাবনার রূপকথা ও সিরাজগঞ্জের চালার সাগরিকা।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।