ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

‘মিসড কল’-এর জন্য ইমরান-পড়শী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
‘মিসড কল’-এর জন্য ইমরান-পড়শী ইমরান ও পড়শী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়েলিটি শো থেকে উঠে এসে জনপ্রিয়তা পেয়েছেন দু’জনই, অডিও আর চলচ্চিত্রের গানে ইমরান ও পড়শীর শ্রোতাপ্রিয় গানের সংখ্যাও কম নয়। কিছুদিন বিরতির পর আবার এক গানে পাওয়া যাবে দু’জনের কণ্ঠ।

এবার ‘মিসড কল’ ছবিতে গেয়েছেন তারা।

‘ভালোবাসার ছবি আঁকতে শুধু তোমাকে চাই’ কথার গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। সম্প্রতি ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে এর রেকর্ডিং হয়।

গান প্রসঙ্গে ইমরান বাংলানিউজকে বলেন, “কিছুদিন আগে ইমন ভাইয়ের সুরে প্রথমবার গেয়েছি ‘মেঘকন্যা’ ছবিতে। আবার গাইলাম। নতুন গানটির কথা ও সুর একবার শুনলেই ভালো লাগার মতো। ”

ইমরান আগে গাইলেও পড়শী এবারই প্রথম শওকত আলী ইমনের সুরে কণ্ঠ দিয়েছেন। একই ছবির জন্য এই সুরকারের আরেকটি গান গেয়েছেন হৃদয় খান।

‘মিসড কল’ ছবিতে অভিনয় করছেন বাপ্পি। তার সঙ্গে আছেন নবাগতা মুগ্ধতা। এ ছাড়া দেখা যাবে মিশা সওদাগর, বাপ্পারাজ, তামান্না তিফ, কাজী হায়াৎ, রেবেকা, সাদেক বাচ্চুকে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।