ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন জাতিসত্তার প্রামাণ্যচিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
তিন জাতিসত্তার প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছবি: প্রতীকী

‘প্রান্তিকেই আমাদের অস্তিত্ব’, ‘আইয়াও’ ও ‘দ্য তিব্বত উইদিন’- এগুলো হলো তিনটি ভিন্ন জাতিগোষ্ঠীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের শিরোনাম। ভাষার মাসে এই তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।

 

পার্বত্য চট্টগ্রামের  খেয়াংদের নিয়ে ইত্তকগুলা চাংমা বানিয়েছেন ‘প্রান্তিকেই আমাদের অস্তিত্ব’। টাঙ্গাইলের মধুপুরগড় অঞ্চলে বসবাসরত মান্দি সম্প্রদায়ের মানুষদের নিয়ে হাবিবুর রহমান তৈরি করেছেন ‘আইয়াও’ এবং তিব্বতের সংস্কৃতি, ধর্ম এবং ভাষার সংগ্রাম নিয়ে ইভা চিরনু নির্মাণ করেছেন ‘দ্য তিব্বত উইদিন’।

সবার জন্য উম্মুক্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে শনিবার (২৭ ফেব্রুয়ারি)। রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে সন্ধ্যা ৬টায় শুরু হবে আয়োজন। প্রদর্শনীর পর থাকছে মুক্ত আলোচনা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।