ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

ইউলিয়াকে প্রকাশ্যে সালমানের চুমু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ইউলিয়াকে প্রকাশ্যে সালমানের চুমু!

বলিউড সুপারস্টার সালমান খান ভক্তদের জন্য বড় খবর। কথিত প্রেমিকা ইউলিয়া ভানটুরকে প্রকাশ্যে চুমু দিয়েছেন তিনি।

দুবাইয়ের এ ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন ব্যাপক আলোচিত হচ্ছে।

সালমানের সঙ্গে রোমানিয়ান মডেল-উপস্থাপিকা ইউলিয়ার সম্পর্ক নিয়ে নানান জল্পনা চলছে দুই বছর ধরে। সালমানের বাগানবাড়িতে ঘোড়ায় চড়তে দেখা গেছে তাকে। ৫০ বছর বয়সী এই অভিনেতা তার জন্মদিনে নিজের হাতে কেক খাইয়ে দিয়েছেন ইউলিয়াকে। তবে দু’জনের কেউই এ প্রসঙ্গে মুখ খোলেননি। তবে চুম্বনই জানিয়ে দিচ্ছে, যাহা রটে তাহা বটে! পর্দায় বরাবরই চুম্বন দৃশ্যের বিরোধী সালমান। কিন্তু বাস্তবে তিনি তার উল্টো বলে রসিকতা চলছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুবাই বিমানবন্দরে সালমানের পাশে ইউলিয়াকে দেখার পর থেকেই বের হচ্ছে নানা মুখরোচক খবর। সেখানেই দু’জনের চুম্বনের দৃশ্যটি মোবাইলের ক্যামেরায় বন্দি করেছে এক উচ্ছ্বসিত ভক্ত। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গেছেন সল্লু। বডিগার্ডের পাশাপাশি তার সঙ্গী হয়েছেন ইউলিয়া।

সালমান ও ইউলিয়ার মধ্যে যে কিছু একটা ঘটছে তা মোটামুটি পরিস্কার।

শোনা যাচ্ছে, ৩৫ বছর বয়সী ইউলিয়ার উপস্থাপনায় ‘দ্য ফার্ম’ অনুষ্ঠানের ভারতীয় সংস্করণে  তার পাশাপাশি সহ-উপস্থাপক হিসেবে থাকবেন সালমান। তিনি এখন ‘সুলতান’ ছবির কাজ করছেন। আগামী ১৮ মার্চ দুবাইয়ে টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে থাকবেন সালমান।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।