ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

ঢাকা ঘুরে গেলেন অসিন

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
ঢাকা ঘুরে গেলেন অসিন অসিন

ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেত্রী অসিন। এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে আসেন তিনি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) তাকে দেখা গেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। গ্যালারি বসে ভারত-পাকিস্তান খেলা উপভোগ করেন ৩০ বছর বয়সী এই তারকা।

এবারের এশিয়া কাপের টাইটেল স্পন্সর মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা হলেন অসিনের স্বামী। ভালোবেসে সম্প্রতি তারা বিয়ের বন্ধনে জড়ান। তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

শনিবার ভারত-পাকিস্তান খেলার ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলির হাতে পুরস্কার তুলে দেন রাহুল। জানা গেছে, রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে তার সঙ্গে মুম্বাই ফিরে গেছেন অসিন।

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী অসিন বলিউডে পা রাখেন ২০০৮ সালে, ওই বছর মুক্তির পায় সুপারস্টার আমির খানের সঙ্গে তার অভিনীত ব্লকবাস্টার ছবি ‘গজিনি’। এরপর অজয় দেবগণ ও সালমান খানের সঙ্গে ‘লন্ডন ড্রিমস’ (২০০৯), সালমানের সঙ্গে ‘রেডি’ (২০১১), অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল টু’ (২০১২) ও ‘খিলাড়ি ৭৮৬’ (২০১২) অভিষেক বচ্চনের সঙ্গে ‘বোল বচ্চন’ (২০১২) ও ‘অল ইজ ওয়েল’ (২০১৫)।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।