ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

লিপ ইয়ারের সন্ধ্যায় এক টুকরো আইসক্রিম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
লিপ ইয়ারের সন্ধ্যায় এক টুকরো আইসক্রিম! ‘আইসক্রিম’ ছবির তিন অভিনয়শিল্পী

‘চোরাবালি’র পর রেদওয়ান রনি পরিচালিত নতুন ছবি ‘আইসক্রিম’ মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। তার আগে লিপ ইয়ারের (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনলাইনে উন্মুক্ত হচ্ছে এর মোশন পোস্টার।



নির্মাতা জানান, আশা করা হচ্ছে, অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। এর আগে প্রকাশ করা হবে টিজার, ট্রেলার ও একাধিক গান। থাকবে উদ্বোধনী প্রদর্শনী।

‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তিন শিল্পীর। তারা হলেন উদয়, রাজ ও নাজিফা। এতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি ও ওমর সানি।

প্রেম-ভালোবাসার গল্প নিয়ে ‘আইসক্রিম’ যৌথভাবে প্রযোজনা করেছে পপকর্ন ফিল্মস, পিংপং এন্টারটেইনমেন্ট ও টপ অব মাইন্ড। এর পরিবেশনার দায়িত্ব নিয়েছে টাইগার মিডিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।