ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালনায় ‘দাঁত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালনায় ‘দাঁত’ ‘দাঁত’ ছবির দৃশ্যে আইরিন আফরোজ

ঢাকার একজন টোকাই যে কোনো মূল্যে খাবার যোগাড় করতে মরিয়া। অন্যদিকে একজন ছাত্রীকে তার ব্যবহারিক পরীক্ষায় পাস করতে হবে যে কোনো মূল্যে।

দু’জন মুখোমুখি হয়ে যায় ঘটনাচক্রে। এরকম একটি গল্প নিয়ে তৈরি হলো থ্রিলার ধাঁচের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাঁত’।

নিজের লেখা চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। তিনি বলছিলেন, ‘সমাজের দুই স্তরের দুটি মানুষের সংকট নিয়ে এর গল্প। কাহিনীটি দর্শককে এক অভাবনীয় মানবিক ও নৈতিক সংকটের মুখোমুখি দাঁড় করাবে। ’

‘দাঁত’-এ অভিনয় করেছেন হৃদয় হোসেন, আইরিন আফরোজ, বাবুল বোস ও সুজাত শিমুল। একটি বিশেষ চরিত্রে আছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। ছবিটির চিত্রগ্রাহক ছিলেন তানভীর আহমেদ শোভন। সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করেছেন ভারতের মুম্বাইয়ের কেনেথ বাসুমাত্রি, পরামর্শক হিসেবে ছিলেন রাশিয়ার আনাসথাসিয়া খেবেত।  

ইকবাল হোসাইন চৌধুরী নাট্যকার হিসেবেই কাজ করেছেন বেশি। ছিলেন রেদওয়ার রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির সহ-চিত্রনাট্যকার। তার উল্লেখযোগ্য ধারাবাহিকের মধ্যে আছে ‘ভালোবাসার গল্প’, ‘ইউনিভার্সিটি’, ‘বাঘবন্দী: দ্য মাইন্ড গেম’, ‘রেডিও চকোলেট রিলোডেড’ এবং ‘পরিবার করি কল্পনা’। এ ছাড়া লিখেছেন ‘কিক অফ’, ‘কোড নেম আলফা’, ‘সিটি লাইটস’, ‘বিড়াল চোখ’সহ  বেশকিছু টেলিছবির চিত্রনাট্য।

অস্ট্রেলিয়ার চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চের লেখকদের সংগঠন অস্ট্রেলিয়ান রাইটার্স গিল্ডের সদস্য ইকবাল হোসাইন চৌধুরী। সম্প্রতি চলচ্চিত্র নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ শেষ করেছেন অস্ট্রেলিয়ান ফিল্ম বেস থেকে। কাজ করেছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ফ্রিল্যান্সার চিত্রনাট্য লেখক ও পরামর্শক হিসেবে। বিশ্বের শীর্ষস্থানীয় রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নিয়ার’-এর বাংলাদেশি সংস্করণ ‘কে হতে চায় কোটিপতি’র চিত্রনাট্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।