ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রিয়াজের যতো ব্যস্ততা চলচ্চিত্রের বাইরেই! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ৫, ২০১৬
রিয়াজের যতো ব্যস্ততা চলচ্চিত্রের বাইরেই!  রিয়াজ-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন না রিয়াজ। তাই বলে অভিনয় করবেন না তিনি- এমনটি নয়।

জনপ্রিয় এই অভিনেতা নিয়মিত কাজ করছেন নাটক ও টেলিছবিতে। আসছে ঈদে একাধিক টিভি চ্যানেলে প্রচার হবে তার নাটক। আপাতত চলচ্চিত্রের বাইরেই রিয়াজের যতো ব্যস্ততা।

বৃহস্পতিবার (৫ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে রিয়াজ জানান, ঈদের একাধিক নাটকে দেখা যাবে তাকে। এর মধ্যে একটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে তার বিপরীতে আছেন নাদিয়া আহমেদ। এর আগেও তারা একসঙ্গে অভিনয় করেছেন।  

রিয়াজ জানান, নাটকটির নাম ‘এ কেমন কাছে আসা’। এতে আরও আছেন নাঈম। শারমিন চৌধুরী ইফসিতার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আদিত্য জনি।  

এদিকে ঈদের একটি টেলিছবিতে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করবেন সালাহউদ্দিন লাভলু। লাভলুর সঙ্গে রিয়াজের প্রথম কাজ ‘মোল্লা বাড়ির বউ’ চলচ্চিত্র। এরপর সাত পর্বের ‘লাথি বাবা’য় রিয়াজ অভিনয় করেছিলেন। এই জুটির তৃতীয় কাজ হতে যাচ্ছে ‘কইন্যা’। এটি গ্রামীণ পটভূমির নাটক।  

রিয়াজ বলেন, ‘এখানে আমার চরিত্রটি একজন দরিদ্র মানুষে। সে মানুষের বাড়িতে কাজ করে। অভাবের তাড়নায় এক সময় সে নিজের কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হয়। এমনই একটি মানবিক গল্প থাকছে এখানে। ’ নাটকটিতে রিয়াজের পাশাপাশি অভিনয় করবেন গোলাম ফরিদা ছন্দা, ইতিশা, কঙ্কণ প্রমুখ। অচিরেই শুরু হবে দৃশ্যধারণ।  

অন্যদিকে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’-এর বিচারকের আসনেও বসতে যাচ্ছেন রিয়াজ। এবার তার সঙ্গে আছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। আগামী ৭ মে থেকে ৫০ জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সিজন শুরু হবে।

এদিকে আগামী ১১ মে সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রিয়াজ।  

এতো সব কাজ নিয়ে ব্যস্ত রিয়াজ সময় দিচ্ছেন নিজের রেস্তোঁরায়। চলচ্চিত্রে ব্যস্ততা কমে গেলেও স্বপ্ন দেখেন ভালো চলচ্চিত্রে অভিনয়ের। রিয়াজকে সবশেষ ‘কৃষ্ণপক্ষ’ ও ‘সুইটহার্ট’ ছবিতে দেখেছেন তার ভক্তরা।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০৫, ২০১৬

জেএম/এসও  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।