ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘চলে যদি যাবি দূরে স্বার্থপর’ আবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
‘চলে যদি যাবি দূরে স্বার্থপর’ আবার  তরুন মুনশী

১৯৯২ সালে লেখা ও সুর করা হয়েছিলো ‘চলে যদি যাবি দূরে স্বার্থপর’ গানটি। ১৯৯৮ সালে এটি বাজারে আসে দ্য ট্র্যাপ ব্যান্ডের মাধ্যমে।

কণ্ঠে তুলেছিলেন সংগীতশিল্পী তরুন মুনশী। ১৮ বছর পর নিজের জনপ্রিয় এই গানটি নুতন করে গেয়েছেন তরুন।  

সোমবার (৯ মে) রাতে এম রেকর্ডস স্টুডিওতে ‘স্বার্থপর’ শিরোনামের গানটি নতুনভাবে রেকর্ড করা হয়েছে। পুরনো সুর ঠিক রেখে এতে নতুন সংগীতায়োজন করেছেন চিরকুটের ইমন চৌধুরী।  

গানটি প্রসঙ্গে স্মৃতিচারণ করে তরুন মুনশী বাংলানিউজকে বলেন, ‘১৯৯৮ সালে পরিচয় হয় গীতিকবি গোলাম মুরশেদের (মাশু ভাই) সঙ্গে। গানটি খালি গলায় গিটার দিয়ে তাকে শোনালাম। ব্যস হয়ে গেলো! গান পাগল এই মানুষটা আমাকে নিয়ে গেলেন রেকর্ডিং স্টুডিও সাউন্ড গার্ডেনে। রেকর্ডিংয়ের সব খরচ বহন করলেন তিনি। ’ 

তরুন আরও জানান, আগে ছিলো ব্যান্ড ভার্সন। এখন গানটির সলো ভার্সন করেছেন তিনি। অচিরেই সিঙ্গেল আকারে প্রকাশ পাবে বিপুল শ্রোতাপ্রিয় ‘স্বার্থপর’। এর পরপরই আসবে মিউজিক ভিডিও।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসও


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।