ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

হৃতিক অভিনীত চরিত্রের আদলে খেলনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, জুলাই ২৪, ২০১৬
হৃতিক অভিনীত চরিত্রের আদলে খেলনা হৃতিক রোশন

সুঠাম দেহ আর স‍ুর্দশন হওয়ার সুবাদে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের জন্য পাগল তার ভক্তরা। বিশেষ করে স্টাইলিশ নায়কের চরিত্রে তাকে দেখলে উন্মাদনা বেড়ে যায় দর্শকদের।

এসব চরিত্রের আদলে খেলনা বাজারে আসছে।

‘ধুম টু’, ‘ব্যাং ব্যাং’, ‘যোধা আকবর’ ও ‘কৃষ থ্রি’ ছবিতে হৃতিক যেসব চরিত্রে অভিনয় করেছেন, সেগুলোর পুতুল বাজারজাতকরণের জন্য তাকে প্রস্তাব দিয়েছে ভারতের খেলনা প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। ৪২ বছর বয়সী এই অভিনেতাও এতে আগ্রহ দেখিয়েছেন।

সব ধরনের খেলনাই হৃতিকের ভীষণ ভালো লাগে। তার নিজের কাছে অ্যাকশন নায়ক ও সুপারহিরোর আদলে বানানো একগাদা খেলনা আছে।  

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার সংগ্রহে থাকা অ্যাকশন হিরো ও সুপারহিরোদের খেলনার বিশাল ভক্ত আমি। যদি আমার চরিত্রের আদলে খেলনা হয় তাহলে তো দারুণ হবে। ’

জানা গেছে, শিশুদের ক্রয়ক্ষমতা মধ্যে রাখা হবে খেলনার দাম। হৃতিক অবশ্য এখনও চুক্তিনামার শুন্যস্থানে সই করেননি। তাছাড়া ছবিগুলোর নির্মাতারা রাজি না হলে তালিকাটা বাদ যাবে।

এদিকে হৃতিককে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ব্যাং ব্যাং’ (ক্যাটরিনা কাইফ) ছবিতে। এখন নিজের নতুন ছবি আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘মহেঞ্জদারো’র প্রচারণা নিয়ে ব্যস্ত তিনি। এটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।