ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হরিণ শিকার মামলায় সালমান খালাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
হরিণ শিকার মামলায় সালমান খালাস সালমান খান

নিজের বিরুদ্ধে চলা মামলাগুলোর কারণে নিয়মিত বিরতিতে খবরের শিরোনাম হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। আশার কথা হলো, হরিণ শিকারের দুটি মামলায় রাজস্থান উচ্চ আদালত ৫০ বছর বয়সী এই তারকাকে খালাস করে দিয়েছে।

 

এর আগে একই আদালত সালমানকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছিলো।  নতুন রায়ের মাধ্যমে বিচারকরা তাদের সিদ্ধান্ত বদলেছেন। নির্দোষ রায় দিতে গিয়ে উচ্চ আদালত উল্লেখ করেছেন, মামলায় উল্লেখ করা দুটি প্রাণী সালমান খানের লাইসেন্সকৃত বন্দুকের গুলিতেই মারা গেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।  

১৯৯৮ সালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির কাজ করতে গিয়ে দুটি পৃথক ঘটনায় বিপন্ন প্রজাতির হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।  

বেকসুর খালাসের পরও উচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে আপীল করার এখতিয়ার আছে রাজস্থান রাজ্য সরকারের।  

এদিকে সালমানের বিরুদ্ধে হরিণ শিকারের অভিযোগ থাকা আরেকটি মামলার নিষ্পত্তি এখনও বাকি আছে রাজস্থানে।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।