ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

ফাঁদে পড়ার গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, জুলাই ২৭, ২০১৬
ফাঁদে পড়ার গল্প ‘আই হেট মাইসেলফ’ নাটকের দৃশ্যে সজল ও শশী

ছোটবেলায় মাকে হারায় রিনি। বাবা আর বড় ভাই ওকে মায়ের অভাব বুঝতে দেয়নি।

একদিন ফাহাদ নামের এক ছেলের ফোন আসে। কথা বলার পর ছেলেটিকে ভালো লেগে যায় রিনির। সেই ভালোলাগা থেকে ভালোবাসা। ফাহাদের কথার জালে পড়ে একদিন রিনি ওর ঘরে অন্তরঙ্গ সময় কাটায়। এরপর দ্রুতই চিত্র পাল্টে যায়।  


রিনির সঙ্গে ফাহাদ আর যোগাযোগ করে না। এটাই ফাহাদের আসল রূপ। মেয়েদেরকে পটিয়ে উদ্দেশ্য হাসিল করা। তবে তার জন্য অপেক্ষা করে নতুন এক বাস্তবতা। একদিন এক মেয়েকে ফাঁদে ফেলতে গিয়ে ফাহাদ নিজেই বিপদে পড়ে যায়- এমন গল্প নিয়ে এগিয়েছে টেলিছবি ‘আই হেট মাইসেলফ’।


টেলিছবিটিতে ফাহাদের ভূমিকায় অভিনয় করেছেন সজল। আর রিনির চরিত্রে আছেন শশী। আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় ২৮ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টিভিতে দেখা যাবে ‘আই হেট মাইসেলফ’।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।