ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অসুস্থতায় কাবু বরুণ-জ্যাকলিন, একাই প্রচারণায় জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
অসুস্থতায় কাবু বরুণ-জ্যাকলিন, একাই প্রচারণায় জন ‘ঢিশুম’ ছবিতে (বাঁ থেকে) বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ ও জন অ্যাব্রাহাম

বলিউডের তিন তারকা জন অ্যাব্রাহাম, বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘ঢিশুম’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৯ জুলাই)। এর প্রচারণায় আটঘাঁট বেঁধে নেমেছিলেন তারা।

এ কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনজনই!  

তাই এখন প্রচারণায় নেই বরুণ ও জ্যাকলিন। জনকে একাই সামলাতে হচ্ছে এই কাজ। দৃশ্যধারণ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। তবে সেই অবস্থা থেকে সেরে উঠেছেন।  

বৃহস্পতিবার (২৮ জুলাই) জন জানান, ছবিটির মারকুটে প্রচারণা কৌশলে অংশ নিতে গিয়ে সম্প্রতি তিনি ও জ্যাকলিন অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন বরুণও বিছানায় শয্যাশায়ী।  

জন বলেছেন, ‘আমরা তিনজন গত পাঁচ-ছয়দিন ধরে খেয়ে-না খেয়ে এ ছবির প্রচারণা চালিয়েছি। বরুণ শেষমেষ অসুস্থ হয়ে পড়লো। দুই সপ্তাহ আগে আমি অসুস্থ হওয়ার পর বড়াই করেছে সে এখনও সুস্থ আছে। কিন্তু সে ঠিকই এখন বিছানায় পড়ে আছে!’

৪৩ বছর বয়সী জন যোগ করে আরও বলেন, ‘জ্যাকলিনের শরীরটা অনেকদিন ধরেই ভালো নেই। কারণ অল্প সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়া খুব সহজ ব্যাপার নয়। ’

‘ঢিশুম’-এর প্রচারণার অংশ হিসেবে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন জন। তার সঙ্গে বরুণ ও জ্যাকলিনেরও এখানে থাকার কথা ছিলো। সম্প্রতি অসুস্থতা নিয়েই রেডিও স্টেশনগুলোতে ছবিটির প্রচারণা করেন জন। তখন সুস্থ না থাকায় জ্যাকলিন সঙ্গে ছিলেন না।  

জনের ভাষ্য, ‘বরুণ ও জ্যাকলিন প্রচারণায় চমৎকার কাজ করেছে। কিন্তু আহমেদাবাদ থেকে গভীর রাতে ফেরার পর আর তারা দাঁড়াতে পারছিলো না। একমাত্র আমিই এখনও স্পৃহা ধরে রাখতে পেরেছি। ছবিটি প্রচারণার অভিজ্ঞতা দারুণ। ’

ছবিটির একটি দৃশ্যে হেলিকপ্টারের রুদ্ধশ্বাস দৃশ্যে দেখা যাবে তিন তারকাকে। সম্প্রতি বাস্তবেও ওই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটান তারা। তাদেরকে বেশকিছু রিয়েলিটি শো, রেডিও স্টেশন, কলেজ, ফিটনেস অনুষ্ঠান, ট্রেলার ও গানের প্রকাশনা, সাক্ষাৎকারে দেখা গেছে। সঙ্গে টুইটার আর ফেসবুকের মাধ্যমে প্রচারণা তো ছিলোই।  

প্রচুর প্রচারণা প্রসঙ্গে জন বলেন, ‘দিনের শেষে ভালো ছবিই সফল হয়। চাইলে ইচ্ছেমতো প্রচারণা করা যায়। কিন্তু ছবি ভালো না হলে দর্শক গ্রহণ করে না, ব্যবসাও করে না। আমি মনে করি, প্রচারণা প্রসারের জন্য গুরুত্বপূর্ণ। তবে সবখানেই যেতে হবে এমনটা মনে করি না। ’

* ‘ঢিশুম’ ছবির ‘স থারা কে’ গানের ভিডিও : 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।