ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

হৃতিকের বদলি আমির?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, জুলাই ২৯, ২০১৬
হৃতিকের বদলি আমির? আমির খান ও হৃতিক রোশন

একাধিক অভিনেতা-অভিনেত্রীর কাছে প্রস্তাব যাওয়া ও তাদের সম্পৃক্ত হতে না পারার কারণে যশরাজ ফিল্মসের পরবর্তী ছবি ‘থাগ’ প্রায়ই খবরের শিরোনামে আসছে। এবার গুঞ্জন উঠেছে, এতে বলিউড সুপারহিরো হৃতিক রোশনের পরিবর্তে নেওয়া হচ্ছে মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে।

 

শোনা যাচ্ছিলো, ছবিটিতে হৃতিকের পাশাপাশি কাজ করবেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কিন্তু শুটিং শুরু করতে দেরি হবে বলে ডুগ্গু (হৃতিকের ডাকনাম) সময় দিয়ে ফেলেছেন বাবা রাকেশ রোশনের প্রযোজনা ও সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’-এর (ইয়ামি গৌতম) জন্য। একই কারণে বিগ বি’ও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।  

‘থাগ’ পরিচালনা করবেন ‘ধুম থ্রি’খ্যাত বিজয় কৃষ্ণ আচার্য। সেজন্যই ৫১ বছর বয়সী আমিরের নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। কারণ ‘ধুম থ্রি’র দৃশ্যধারণ চলাকালে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।  

এর আগে যশরাজ ফিল্মসের ‘ফানা’ ও ‘ধুম থ্রি’ ছবিতে অভিনয় করেন আমির। তিনি যদি ‘থাগ’-এ কাজ করতে রাজি হনও তার বিপরীতে কে থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। হৃতিকের সঙ্গে এতে জুটি বাঁধার কথা ছিলো দীপিকা পাড়ুকোনের। কিন্তু তিনিও সরে গেছেন সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’র জন্য।  

এদিকে আমির এখন তার আগামী ছবি ‘দঙ্গল’ নিয়ে ব্যস্ত। এতে তাকে দেখা যাবে কুস্তিগীর মহাবীর ফোগাট চরিত্রে। এটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।