২০০৮ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে পরিচিতি পান তাজ্জি। কিন্তু বিয়ের পর স্বামী-সংসার নিয়ে পাঁচ বছর আগে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন তিনি।
এবার দেশে ফিরে লম্বা বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তাজ্জি। একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এতে তার কন্যা তানাজকেও দেখা যাবে। টিটু রহমানের নির্দেশনায় ‘আরএফএল ইউপিভিসি ডোরের একটি বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন মা-মেয়ে।
সম্প্রতি কোক স্টুডিওতে টানা তিন দিন ধরে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ চলছে। মূলত একটি মেয়ের শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সময়টা তুলে ধরা হচ্ছে এখানে। এতে একই সঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করছেন তাজ্জি। এগুলো হলো কিশোরী, কলেজ শিক্ষার্থী, বৈমানিক, নববিবাহিতা, গর্ভবতী, বিধবা ও বৃদ্ধা।
দীর্ঘ বিরতির পর বিজ্ঞাপনে মডেল হওয়া করা প্রসঙ্গে তাজ্জি বাংলানিউজকে বললেন, ‘অনেকদিন পর দেশে এসে কাজ করছি। এটা নিঃসন্দেহে উচ্ছ্বাসের। ভালো লাগছে এখনও সবাই আমাকে ভালোবাসে। আমার কাজ দেখতে চায়। আরও খুশি হয়েছি এখানে আমার মেয়েও আছে। তানাজের বয়স মাত্র দুই বছর। হঠাৎই ওর জ্বর এসেছে। তবুও ভালোভাবেই তানাজের দৃশ্যগুলোর ধারণকাজ হয়েছে। ’
সবশেষ ২০১০ সালে আদনান-আল-রাজীবের নির্দেশনায় ওয়েস্টার্ন ইউনিয়নের একটি বিজ্ঞাপনে মডেল হন তাজ্জি। একই বছর তৌকীর আহমেদের পরিচালনায় ‘চন্দ্রমগ্ন’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
এদিকে গত মে মাসে আশিকুর রহমানের পরিচালনায় ঈদুল আজহায় প্রচারের জন্য নির্মিত একটি একক নাটকে অভিনয় করেছেন তাজ্জি। যদিও এর চিত্রায়ন হয়েছে সিডনিতে। এ ছাড়া আরটিভির জনপ্রিয় ট্রাভেল শো ‘আর ট্রাভেল’ও উপস্থাপনা করছেন তিনি। এজন্য তাকে অস্ট্রেলিয়ার বেশকিছু স্থানে ঘুরতে হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
জেএমএস/জেএইচ