ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘স্টপ সুইসাইড’-এর উদ্বোধনী প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
‘স্টপ সুইসাইড’-এর উদ্বোধনী প্রদর্শনী

আত্মহত্যাবিরোধী সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্টপ সুইসাইড’। নির্মাণ করেছেন আসাদ সরকার।

শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে রোববার (৩১ জুলাই) বিকেল পাঁচটায় এর উদ্বোধনী প্রদর্শনীর হবে।

নির্মাতা জানান, প্রদর্শনী উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অস্বাভাবিক মৃত্যু ও তার থেকে পরিত্রাণের উপায় নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। আত্মহত্যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিভিন্ন দিকও উঠে এসেছে ছবিটিতে।  

নির্মাতার উপলব্ধি- সমাজ কিংবা ব্যক্তিসৃষ্ট সামান্য কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় মানুষ। যেসব পরিস্থিতির কারণে মানুষ আত্মহত্যা করে, এর প্রায় সবই সমাধানযোগ্য। এই ছবির মাধ্যমে কিছু মানুষের বোধোদয় হবে বলে তিনি মনে করেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।