ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

সজল-নওশাবার ‘ইচ্ছেঘুড়ি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, জুলাই ৩১, ২০১৬
সজল-নওশাবার ‘ইচ্ছেঘুড়ি’

সুখী দম্পতি শিশির ও ইরা। হঠাৎ দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায় শিশির।

এরপর থেকে তার মনে ইরাকে নিয়ে সন্দেহ দানা বাঁধে। কারণ অফিসের সহকর্মী রায়হান ভালোবাসে ইরাকে। এটি ‘ইচ্ছেঘুড়ি’র গল্প।  

নাটকটিতে শিশির চরিত্রে সজল আর ইরার ভূমিকায় অভিনয় করেছেন নওশাবা। রচনা ও পরিচালনায় ফায়জুল রথি।  

বাংলানিউজকে নওশাবা বললেন, ‘প্রায় আড়াই বছর পর সজল ভাই আর আমি একসঙ্গে অভিনয় করলাম। কাজটি করতে গিয়ে মনেই হয়নি আমরা কোনো শুটিংয়ে আছি। অনেক মজা হয়েছে। ’

উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ওয়াসিম, পরান প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ইচ্ছেঘুড়ি’।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।