ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘হিরোইন’ অপর্ণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
‘হিরোইন’ অপর্ণা (বাঁ থেকে) সজল, মুনিরা মিঠু ও অপর্ণা ঘোষ, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মা তুমি আমার সঙ্গে আর শুটিংয়ে যেও না। আমার খুব খারাপ লাগে।

তুমি শুটিংয়ের কাজ শেষ না হতেই আমাকে বাসায় নিয়ে আসো। এমন করে চলতে শুরু করলে তো আমার নামে দুর্নাম ছড়াবে। আর না হলে আমি অভিনয় ছেড়ে দেবো। ’

পাশে বসা মা বলছেন, ‘কি বললি কুসুম? আমি তোকে অভিনেত্রী বানানোর জন্য কতো কষ্টই না করেছি। তার কি কোনো মূল্য নেই তোর কাছে? তোর অনেক নামডাক হবে ভেবে তোর স্বামী সবুজকে পর্যন্ত অস্বীকার করেছি। ’

মা ও মেয়ের এই কথোপকথন শেষ না হতেই তাদের সামনে এসে উপস্থিত হলো কুসুমের স্বামী সবুজ। তিনি কুসুমের মাকে বলছেন, ‘ও তাহলে আপনি স্বীকার করলেন আমার সঙ্গে কুসুমের বিয়ে হয়েছিলো?’ কুসুমের মা সঙ্গে সঙ্গে আবারও অস্বীকার করলেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে কুসুমের মা সবুজকে শ্বাসরোধ করে মেরে ফেলতে চায়।

এটি ‘হিরোইন’ নাটকের দৃশ্য। সোমবার (১ আগস্ট) এর দৃশ্যধারণ হচ্ছিলো ঊত্তরার একটি বাড়িতে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তিনি বাংলানিউজকে জানান, এটি একটি বাস্তব কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে। গ্রামের মেয়ে কুসুম। তার বাবা মারা যাওয়ার পর এ পরিবারকে দেখাশোনার ভার নেয় সবুজ। কিছুদিন পর কুসুম ও সবুজের বিয়ে হয়।  

একদিন কুসুমদের বাড়ির পাশে একটি নাটকের চিত্রায়ন হয়। এতে একটি মেয়েকে দরকার হয়। পরিচালক কুসুমকে অভিনয়ের সুযোগ দেন। সেই থেকে কুসুমের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। অভিনয় করতে এসে কুসুম নাম বদলে মেয়েটির নাম রাখা হয় লাবণ্য। এই নাম পরিবর্তনের সুযোগ নেন কুসুমের মা। তিনি ও কুসুম মিলে সবুজকে অস্বীকার করতে থাকেন।  

নাটকটিতে কুসুমের স্বামী সবুজ চরিত্রে সজল আর কুসুমের মায়ের ভূমিকায় আছেন মুনিরা মিঠু। নাটকটি লিখেছেন আহসান আলমগীর, পরিচালনায় শাখাওয়াত শিবলী। আসন্ন ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘হিরোইন’।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।